এটা তোতার সংসার

এটা তোতার সংসার 

http://my1info.blogspot.com/

ইনফো ডেস্ক : সম্প্রতি ঈদে উপলক্ষ্য করে নির্মিত হয়েছে খন্ড নাটক ‘এটা তোতার সংসার’। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। নাটকটি পরিচালনা শামীম জামান। এতে নাম ভুমিকায় অভিনয় করেছেন জাহিদ হাসান।’এটা তোতার সংসার’ সম্পর্কে জাহিদ হাসান বলেন, ঈদে অনেক নাটকের ভীড়েও এই নাটকটি নজর কাড়বে। এর নিখুত নির্মান ও গল্পের বৈচিত্রের কারনেই নাটকটি দেখবে। জাহিদ হাসান ছাড়াও নাটকে অভিনয় করেছেন কুসুম শিকদার, শামীম জামান প্রমুখ। বাংলাভিশনে ঈদে নাটকটি প্রচার হবে। কুসুম শিকদার বলেন , ‘ বলা যায় অনেকদিন পর জাহিদ ভাইয়ের সাথে নাটকে কাজ করেছি। অনেক ভালো ছিলো নাটকের গল্প। আশাকরি দর্শকের ভালোলাগবে।’

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি