ইত্যাদিতে তারা সাতজন
ইত্যাদিতে তারা সাতজন
ইনফো ডেস্ক : নন্দিত উপস্থাপক হানিফ সংকেতের নির্দেশনায় নির্মিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি'র ঈদের শুটিং শুরু হয়েগেছে। পরিকল্পনা চুরি হয়ে যায় বিধায় নির্মাতা হানিফ সংকেত সাধারণত অনুষ্ঠান প্রচারের মাত্র কয়েকদিন আগে নতুন ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেন। এবারও তিনি ঠিক তাই করবেন। তবে এবার একেবারেই ভিন্ন একটি পর্ব থাকছে সাতজন জনপ্রিয় তারকাকে নিয়ে। সাত জনপ্রিয় তারকা হলেন ফাহমিদ নবী, সামিনা চৌধুরী, জাহিদ হাসান, আগুন, তারিন, মীর সাব্বির ও অপূর্ব। গত ২৩ জুন রাতে বিশেষ এই পর্বটির শুটিং ছিলো। শুটিংয়ের ফাঁকে জনপ্রিয় সাত তারকা অপূবর্র মোবাইলে সেলফি করেন। ছবিটি অপূবর্র ফেসবুক থেকে সংগ্রহ করা।
Comments
Post a Comment