জুটি বাঁধছেন সালমা-সোনম
জুটি বাঁধছেন সালমা-সোনম
ইনফো ডেস্ক : সালমান খান ও সোনম কাপুর একসঙ্গে জুটি বাঁধছেন। নতুন ছবি ‘প্রেম রতন ধন পাও’র শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে এনডি স্টুডিওতে। তবে সালমান জুনের ২৫-এর পর থেকেই তার শুটিং শুরু করবেন। জুলাইয়ের পাঁচ তারিখ পর্যন্ত চলবে এই শুটিং। এরপরের অংশের শুটিং শুরু হবে জুলাইয়ের শেষের দিকে। প্রায় ১৫ বছর সুরজ বারজাত্য ফের পরিচালক হিসেবে ফিরে আসতে চলেছেন এই ছবির মাধ্যমে। নতুন এই ছবিতে সালমান ও সোনম ছাড়া রয়েছেন অনুপম খের, নীল নীতিন মুকেশ, স্বারা ভাস্কর ও দীপক দোব্রিয়াল।
Comments
Post a Comment