সংসার ভাঙছে বিদ্যা বালানের
সংসার ভাঙছে বিদ্যা বালানের
ইনফো ডেস্ক : এক মাস ধরেই বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের সংসার ভেঙে যাচ্ছে, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিলো চারদিকে। কিন্তু বিদ্যা ও তার স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের পক্ষ থেকে এ বিষয়ে কোন খোলামেলা বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়টিকে কেবল মিডিয়ার বানানো খবর বলেও উড়িয়ে দেয়া হয়েছে বিদ্যার ঘনিষ্ঠজনদের পক্ষ থেকে। এদিকে সম্প্রতি আবারও তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। এবার শুধু প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের সংসারে যে গোলযোগ লেগেছে এটা প্রথমবারের মতো সবার সামনেও এসেছে। সম্প্রতি বিদ্যা-সিদ্ধাথের্র মুম্বইর ফ্ল্যাটে আসেন অভিনেতা আদিত্য কাপুর। সম্পর্কে আদিত্য সিদ্ধাথের্র ছোট ভাই এবং বিদ্যার দেবর। তবে শুটিংয়ে ব্যস্ত থাকা আদিত্য এমনি এমনি বেড়াতে আসেননি তাদের বাসায়। বিদ্যা-সিদ্ধাথের্র মনোমালিন্য ও বিভিন্ন বিষয়ে সুরাহার জন্যই আদিত্যকে ডাকা হয়েছিলো। কিন্তু আদিত্য বাড়িতে এসে অবাক হয়ে যান। কারণ, ঘরে ঢোকামাত্রই বিদ্যা ও সিদ্ধাথের্র ঝগড়া শুনতে পান তিনি। তবে ঘরে গিয়েও দীর্ঘক্ষণ কোনভাবেই আদিত্য ভাই ও ভাবীর ঝগড়া থামাতে পারছিলেন না। এক সময় অবশ্য বুঝিয়ে শুনিয়ে দু'জনকে শান্ত করেন এই তরুণ অভিনেতা। তবে ততক্ষণে মিডিয়া পর্যন্ত পৌঁছে গেছে বিষয়টি। সম্প্রতি একটি বলিউডভিত্তিক চ্যানেল বিদ্যা ও সিদ্ধাথের্র সংসার ভাঙার সংবাদটি প্রকাশ করে। তবে এ বিষয়ে বিদ্যা ও সিদ্ধার্থ কোন কথা বলতে রাজি হননি। অবশ্য এ বিষয়ে মুখ খুলেছেন আদিত্য কাপুর। তিনি বলেছেন, আসলে তর্ক-বিতর্ক কিংবা মনোমালিন্য একটি সংসারে হতেই পারে। তবে এরই মধ্যে সেসব সুরাহা হয়ে গেছে। এখন ভাই ও ভাবী অনেক ভাল আছেন, এতটুকু আমি আপনাদের বলতে পারি। তবে তাদের সংসার ভেঙে যাচ্ছে কিনা মিডিয়ার করা এমন প্রশ্নে সিদ্ধার্থ বলেন, জন্ম, বিয়ে, সংসার, মৃত্যু এসব বিষয় আসলে সৃষ্টিকর্তাই ভাল জানেন। হয়তো ভাইয়া-ভাবীর মধ্যে একে অপরকে বোঝার একটা সমস্যা রয়েছে। তাই বলে আমি বিশ্বাস করি না সেটা সংসার ভাঙায় গড়াবে। সৃষ্টিকর্তা তাদের ভাল রাখুন।
Comments
Post a Comment