Posts

Showing posts from September, 2014

অন্যরকম অভিজ্ঞতায় তিশা

Image
অন্যরকম অভিজ্ঞতায় তিশা ইনফো ডেস্ক ॥ অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হলেন দেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অতীতে অনেক ঈদ ও পূজার নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সেগুলোর শুটিংও হয়েছে বিচ্ছিন্নভাবে। তবে এবার পূজা ও ঈদের নাটকের মাধ্যমে ভিন্নধর্মী অভিজ্ঞতা অর্জন হলো তার। চলতি মাসের ৪ঠা সেপ্টেম্বর পূজার নাটক সন্ধ্যাকমল এবং ঠিক তার পরদিনই ঈদের নাটক ‘লাভ এন্ড ওয়ার'-এর শুটিং করেছেন তিশা। বিষয়টি নিয়ে খুব শিহরিত তিশা। কারণ, পূজার ঠিক বিপরীত সাজ ও লুকেই তাকে হাজির হতে হয়েছে ঈদের নাটকে। দুটি নাটকের গল্পের প্রেক্ষাপটও ছিল একদমই বিপরীতমুখী। এই প্রথমবারের মতো পর পর পূজা ও ঈদের নাটকের শুটিং করলেন তিশা। সন্ধ্যাকমল নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এখানে আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমুল প্রমুখ। নাটকের গল্পে ব্রাহ্মণ পরিবারের ছেলে নিশোর স্ত্রী তিশা। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে তৈরি হয় দূরত্ব। এক সময় তিশাকে বাড়ি ছাড়াও হতে হয়। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে। নাটকটি আসছে দুর্গাপূজা উপলক্ষ্য্যে আরটিভিতে প্রচার হবে।লাভ এন্ড ওয়ার একটি স...

এবার ভক্তরা হতাশ হবেন না: পুনম

Image
এবার ভক্তরা হতাশ হবেন না: পুনম ইনফো ডেস্ক ॥ প্রথম সিনেমা ভক্তদের মন ভরতে না পাড়লেও এবার আর তারা হতাশ হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউডের হটগার্ল কাম অভিনেত্রী পুনম পা-ে। বলেছেন, এবার আমি যে সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছি তা ভক্তদের মন জয় করতে পারবে। বলিউডের এ খোলামেলা মডেল পুনম পান্ডের প্রথম ছবি ‘নেশা’ সম্প্রতি মুক্তি পায়। মুক্তির পরেই ছবিটি বক্স অফিসে ফপ করে। তারপরেও বিতকের্র প্রিয়পাত্রী পুনম পান্ডের পিছু নেয় একগাদা প্রযোজক। কিন্তু একছটা চিত্রনাট্যও পন্দ হচ্ছিল না তার। অবশেষে মনঃপুত হলো একটা গল্প। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কসের প্রথম ও পুনমের দ্বিতীয় ছবিতে তাকে কেমন দেখাবে, সেটা জানার আগ্রহ কার নেই! তবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মুখ খুলতে রাজী হননি পুনম। এটুকু বলেছেন, এবার আর ভক্তরা হতাশ হবেন না একটুও। কারণ এর আগে নাকি সঠিক মার্কেটিংয়ের অভাবে মার খেয়েছিল ‘নেশা’। তা ছাড়া, অগণিত চিত্রনাট্য ফিরিয়ে দেওয়ার পর কোন গল্পটা পছন্দ হয়ে গেল পুনমের তাও তো দেখার বিষয়!

সঙ্কটে ‘শিরোনামহীন’

Image
সঙ্কটে ‘শিরোনামহীন’ ইনফো ডেস্ক ॥ স্টুডিওর অভাবে বেশ বড়সড় এক সঙ্কটে পড়েছে জনপ্রিয় ব্যন্ড ‘শিরোনামহীন’। বন্ধ হয়ে গেছে তাদের স্বাভাবিক সব কাজকর্ম। সবাই এখন ব্যস্ত নতুন স্টুডিওর খোঁজে। ব্যান্ডের সদস্য জিয়া বলেন, মিরপুরে আমরা ও জলের গান একটি স্টুডিও ব্যবহার করতাম। এবার এককভাবে ও বড় পরিসরে স্টুডিও নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তাই আপতত কাজ বন্ধ করে স্টুডিওর প্রতি মনযোগী হতে হয়েছে। গানগুলোর নতুন সংগীতায়োজনে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী কিছু বাদ্যযন্ত্রও ব্যবহার করা হচ্ছে। অ্যালবামগুলো হলো জাহাজী (২০০৪), ইচ্ছে ঘুড়ি (২০০৬), বন্ধ জানালা (২০০৯), শিরোনামহীন রবীন্দ্রনাথ (২০১০) ও শিরোনামহীন (২০১৩) । শ্রীলঙ্কায় নতুন এ অ্যালবামটি প্রকাশ করবে ব্রিজ। এদিকে শিরোনামহীনের আট থেকে দশটি গান শ্রীলঙ্কার সিংহলি প্রকাশ হওয়ার কথা রয়েছে। ব্যান্ডের প্রকাশিত ৫টি অ্যালবাম থেকে গানগুলো বাছাই করা হবে।

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

Image
দেবের সাথে কাজ করবেন মিষ্টি ইনফো ডেস্ক ॥ ঢালিউডের নবাগত মিষ্টির প্রথম ছবি ‘লাভ স্টেশন’ মুক্তি পেয়েছে গত ৫ সেপ্টেম্বর। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। গত রবিবার এ নায়িকা জানিয়েছেন, এবার নাকি তিনি কলকাতার নায়ক দেবের সঙ্গেও অভিনয় করতে যাচ্ছেন! তিনি জানান, ঢাকা এবং কলকাতার যৌথ প্রযোজনায় ছবিটির বাংলাদেশের অংশটি পরিচালনা করবেন সজল আহমেদ। মিষ্টি বলেন, ছবিটি নিয়ে অনেকদিন ধরেই কথা চলছে। কয়েকদিন আগে মৌখিকভাবে সব চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি। খুব শিগগিরই আমি আর পরিচালক সজল আহমেদ কলকাতা যাব। সেখানেই সাইন হবে। তিনি আরও বলেন, আমি সত্যিই আনন্দিত। চেষ্টা করব নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে। ছবিটির শ্যুটিং আগামী নভেম্বর মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন মিষ্টি। কলকাতা থেকে প্রযোজক রমেশ দাশগুপ্ত ছবিটি প্রযোজনা করলেও এখনও সেখানকার পরিচালক ঠিক হয়নি। এ বিষয়ে পরিচালক সজল  বলেন, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে দেবের সঙ্গে আমার মৌখিক কথা হয়েছে। তিনিও আগ্রহ প্রকাশ করেছেন। আর ছবিটি নিয়ে একদিকে যেমন আমি আনন্দিত অন্যদিকে কিছুটা শঙ্কিতও। কারণ যৌথ প্রযোজনার ছবি নিয়ে বাংলাদেশে...

ব্রাঞ্জোলিনার নৌ-অভিসার!

Image
ব্রাঞ্জোলিনার নৌ-অভিসার!  ইনফো ডেস্ক ॥ ডাঙ্গায় বা আকাশে নয়, শেষপর্যন্ত নৌপথেই অভিসার সারলেন হলিউডের আলোচিত জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জোলিনা জোলি। সম্প্রতি ৩০০ ফুট লম্বা এক বিশাল নৌযানে তারা আয়োজন করলেন মধুচন্দ্রিমার। এমন খবর দিয়েছে কন্টাক্ট মিউজিক। জানা গেছে, শুধু ব্রাঞ্জোলিনাই নন, এসময় তাদের সঙ্গে ছিলেন ছয় সন্তানও। ১০টি মাস্টার বেডরুম আর চারটি অতিথিদের জন্য বিশ্রামের সুব্যবস্থা আছে নৌযানটিতে। ২০০৫ সালে নির্মিত এ আয়েশি ধরনের নৌযানটি ২০১২ সালে নিলামে ওঠে। নিলামপরবর্তী সেই নৌযানটি এত দিন ধরে প্রতীক্ষায় ছিল ব্র্যাঞ্জেলিনার মধুচন্দ্রিমার।

আট কোটি দিয়ে যাত্রা শুরু মেরি কমের

Image
আট কোটি দিয়ে যাত্রা শুরু মেরি কমের ইনফো ডেস্ক ॥ মুক্তির প্রথম দিনেই আট কোটির ব্যবসা করে বক্স অফিস চ্যম্পিয়ন হল প্রিয়াঙ্কা অভিনীত মেরি কম। পাঁচবার বিশ্বচ্যম্পিয়ন বক্সার মেরি কমের জীবনীর চিত্রায়ন ওমাঙ্গ কুমারের ‘মেরি কম’। এই ছবিটি সম্পূর্ণ হিরোইন কেন্দ্রিক একটি ছবি। আর এই ছবিতে প্রিয়াঙ্কা তার দুর্দান্ত অভিনয় কৌশলের মাধ্যমে বড় পর্দায় ফুটিয়ে তুলেছে বাস্তব মেরি কমের চরিত্রকে। এই ছবি তাকে আরো একবার সুযোগ দিল নিজের অভিনয় দক্ষতাকে সকলের সামনে তুলে ধরতে। ৫ সেপ্টম্বর অর্থাৎ ছবি মুক্তির প্রথমদিন। সেই দিন সমগ্র দেশের প্রায় ১৮০০ টি হলে দর্শকের মুখোমুখি হয়েছে রুপোলি পর্দার মেরি কম। এমনকি টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও দোখানো হবে এই ছবি । ভারতীয় চলচিত্র জগতের ক্ষেত্রে এটি নিয়ে আসে এক অন্য মাত্রা। ‘মেরি কম’ ছবির প্রচারে সকলের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরের সাধারণ ঘরের মেয়ে মেরি কমের বাস্তব জীবনের ওপর আলোকপাত করা হয়েছে এই ছবিতে। ছবি তৈরির জন্য মোট খরচ হয়েছে প্রায় ১৫ থেকে ১৮ কোটি। মুকক্তির প্রথমদিনেই মেরি কমের ঝুলিতে ৮ কোটি আসলে সপ্তাহ শেষে সোমবারের মধ্যে ২৪ থেকে ২৮ কোটির আসা রাখ...

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি

Image
ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি  ইনফো ডেস্ক ॥  সেপ্টেম্বরের ম্যাক্সিম ম্যাগাজিনের কভার গার্ল নার্গিস ফাখরি। আর সেই কভার প্রকাশ্যে আসতেই হই চই বলি পাড়ায়। স্মোকিং হট নার্গিসের নয়া অবতারে মাত তামাম দেশ। কালো স্যুইমসুটে নার্গিসের পারফেক্ট ফিগার ম্যাগাজিনের কভারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তা বলে এই প্রথমবার ম্যাক্সিমের কভারে নিজেকে খোলামেলাভাবে দেখাননি নার্গিস। এর আগেও কভারে নিজের অত্যাধিক খোলামেলা ছবির জন্য বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। - ওয়েবসাইট।

অভিনয়ে নিয়মিত হচ্ছেন ফারিয়া

Image
অভিনয়ে নিয়মিত হচ্ছেন ফারিয়া  ইনফো ডেস্ক ॥ শুধুমাত্র ঈদ এলেই লাক্সতারকা মডেল কাম অভিনেত্রী ফারিয়াকে অভিনয়ে নিয়মিত দেখা যায়। বছড়জুড়ে অভিনয় করতে দেখা যায়না এই অভিনেত্রীকে। কিন্তু কেন? প্রশ্ন রাখতেই ফারিয়ার সহজ সরল জবাব ছিলো এমন যে, ’ অন্য অনেকের মতো আমারও ইচ্ছে করে নিয়মিত অভিনয় করার। কিন্তু ভালো স্ক্রিপ্ট পাইনা। কিন্তু ঈদ এলে গুণী গুণী নির্মাতারা ভালো ভালো স্ক্রিপ্ট নিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করেন। আমিও মনেরমতো কয়েকটি নাটকে অভিনয় করার চেষ্টা করি। তাছাড়া বছরজুড়ে আমার কাছে ধারাবাহিক নাটকে কাজ করার অফার আসে। কিন্তু আমি ধারাবাহিক নাটকে কাজ করতে চাইনা।’ এবারের ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে ফারিয়া তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় তিনি ‘ফাঁদ’ নামের ছয় পবের্র একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। ’ঘাসফড়িং’ এর প্রযোজনায় আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। কেমন লাগলো নাটকটিতে কাজ করতে? ফারিয়া বলেন, ‘ সাধারণত আমাকে যে ধরনের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক তারচেয়ে ব্যতিক্রম একটি চরিত্রে অভিনয় করছি আমি। গল্পটি বলতে চাইনা। শুধু এতোটুকু বলবো যে প্রেমের গল্প, বসে বসে বাদাম খাচ্ছি-এমন টাইপের গল্...