আজ থেকে পাল্টা হাওয়া

CSn || আজ ৯ই জুন বাংলাভিশন চ্যানেলে শুরু হতে চলেছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘পাল্টা হাওয়া’। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচার হবে। স্বরণজিৎ চক্রবর্তীর উপন্যাস ‘পাল্টা হাওয়া’ অবলম্বনে নাটকটির নাট্যরুপ দিচ্ছেন শফিকুর রহমান শান্তুনু, কাজি শুসমিন আফসানা ও মহিউদ্দিন আহম্মেদ। নাটকের গল্প নিয়ে গোলাম সোহরাব দোদুল বলেন, শহর কেন্দ্রিক জীবনযাপন নিয়ে নাটকের গল্প সাজানো হয়েছে। মূলত চার বন্ধুর জীবন ধারনের গল্প এটি। যেখান থেকে ধারাবাহিকের বিভিন্ন চরিত্র তৈরি হবে এবং নতুন নতুন গল্পের জন্ম দিবে। নতুন গল্পে বিভিন্ন বয়স ও পেশার মানুষের