আইএস জঙ্গীর খোঁজে সোশাল মিডিয়া

CTn || নিজেদের বার্তা ছড়াতে প্রায়ই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আইএসের পোস্ট থেকে জঙ্গীদের অবস্থান শনাক্ত করে বিমান হামলা চালাচ্ছে মার্কিন বিমানবাহিনী।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী আইএসের পোস্ট দেওয়ার ২২ ঘন্টার মধ্যে পোস্ট দেওয়ার স্থান শনাক্ত করে সেখানে বিমান হামলা চালাতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এয়ার কমব্যাট কমান্ড প্রধান জেনারেল হক কারলাইল জানিয়েছেন, ৩৬১তম গোয়েন্দা, নজরদাড়ি আর পরিদর্শন
দলের সহায়তায় বিমানবাহিনীর সদস্যরা আইএসের পোস্ট প্রদানকারী সদস্যদের স্থান শনাক্ত করতে পারছেন।

বর্তমানে পোস্ট আসার ২২ ঘন্টার মধ্যে বিমান হামলা করতে পারলেও, এই সময়সীমা কমিয়ে এক ঘন্টার মধ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

তবে সোশাল মিডিয়া পোস্টের সূত্র ধরে আইএস জঙ্গীদের অবস্থান চিহ্নিত করতে ঠিক কী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য দেননি জেনারেল কারলাইল।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি