থান্ডারবোল্ট ৩ চলবে ইউএসবি টাইপ-সিতে


CTn || ইনটেল নির্মিত হার্ডওয়্যার ইন্টারফেইস থান্ডারবোল্টের নতুন সংস্করণ থান্ডারবোল্ট ৩-এ কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ-সি।

প্রযুক্তিবিষয়ক সাইট আরস টেকনিকা ইউকে-এর বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, জুন মাসের প্রথম মঙ্গলবার এক বিবৃতিতে উচ্চ গতিসম্পন্ন ট্রান্সফার টুলের নতুন সংস্করণ থান্ডারবোল্ট ৩ এর বাজারজাতকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেয় টেক জায়ান্ট ইনটেল।

নতুন সংস্করণে থান্ডারবোল্ট ৩-এ কানেক্টর হিসেবে মিনি ডিসপ্লে পোর্টের বদলে ইউএসবি টাইপ-সি ব্যবহার করা হয়েছে। এর ফলে একটি কেবল ব্যবহারের মাধ্যমেই সব ধরনের কাজ করা যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।

বর্তমানে কম্পিউটারে সাধারণত তিন
ধরনের পোর্ট থাকে। এদের মধ্যে একটি চার্জ দেয়ার কাজে, একটি ইউএসবি পোর্ট এবং বাকিটি থান্ডারবোল্ট পোর্ট হিসেবে ব্যবহার করা হয়। তবে থান্ডারবোল্ট ৩ বাজারে এলে একটিমাত্র কেবল ব্যবহার করে এক পোর্টেই সব কাজ করা যাবে।

ম্যাশএবল জানিয়েছে, নতুন সংস্করণ থান্ডারবোল্ট ৩-তে আগের দ্বিগুন গতিতে ডেটা স্থানান্তর করা যাবে এবং সর্বোচ্চ গতিসীমা প্রতি সেকেন্ডে ৪০গিগাবাইট পর্যন্ত হতে পারে। এর মাধ্যমে দুটি এক্সটারনাল ‘৪কে’বা একটি ‘৫কে’ পর্যন্তক্ষমতাসম্পন্ন মনিটর ব্যবহার করা যাবে।২০১৬ সালের শুরু দিকে থান্ডারবোল্টের এই নতুন সংস্করণ ইউএসবি টাইপ-সি পোর্টে কাজ করবে বলে জানিয়েছে ম্যাশএবল।

উল্লেখ্য, বর্তমানে আইফোনে ব্যবহারিত ইউএসবি টাইপ-সি পোর্ট বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এটি একই সঙ্গে চার্জ, দ্রুত ডেটা ট্রান্সফার এবং মাল্টিপল স্ক্রিনের কাজে ব্যবহার করা যায়।

ইতোমধ্যে এই বছরের শুরুর দিকে অ্যাপলের ম্যাকবুকে একমাত্র পোর্ট হিসেবে ইউএসবি টাইপ-সি ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি ২০১১ সাল থেকেই অ্যাপল কম্পিউটারে থান্ডারবোল্ট ব্যবহারের সুবিধা প্রদান করে আসছে। তাই পরবর্তীতে ম্যাকে টাইপ-সি সমর্থিত থান্ডারবোল্ট ব্যবহার করা হলে অবাক হবার কিছু থাকবে না।

গত সপ্তাহে অনুষ্ঠিত গুগলের আইও সম্মেলনে পরবর্তী এন্ড্রয়েড ফোনগুলোর জন্য আদর্শ পোর্ট হিসেবে ইউএসবি টাইপ-সির নাম উল্লেখ করা হয়।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি