Posts

এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া

Image
এবারই প্রথম চয়নিকার নির্দেশনায় ফারিয়া ইনফো ডেস্ক ॥ লাক্স তারকাভিনেত্রী ফারিয়া এবারই প্রথম নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি খন্ড নাটকে কাজ করলেন। জাকারিয়া শৌখিনের রচনায় ‘তুমি নীরবে এলে’ নাটকে অভিনয় করেছেন ফারিয়া। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ফারিয়ার অনেকদিনের ইচ্ছে ছিলো চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একটি ভালো গল্পের নাটকে কাজ করার। এবার তার সেই ইচ্ছে পূরণ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকে আমার চরিত্র, নাটকের গল্প সবকিুছই আমার এতো ভালোলেগেছে যে কাজটি আমি অনেক আন্তরকিতা নিয়ে করেছি। আমি চয়নিকা দিদির কাছে ভীষণ কৃতজ্ঞ যে তিনি আমাকে তার নাটকে কাজ করার সুযোগ দিয়েছেন। তার নির্মাণৈশলী সবসময়ই আমার ভালোলাগে। তারসাথে এটা আমার প্রথম কাজ হলেও কাজের পরিবেশ সবমিলিয়ে এতো চমসৎকার ছিলো যে মনেই হয়নি তারসঙ্গে আমি প্রথম কাজ করছি। আমার বিশ্বাস অনেক ভালো  একটি কাজ দাঁড়িয়েছে, ভালোলাগবে দর্শকের।’ চয়নিকা চৌধুরী বলেন, ‘ফারিয়া একজন ট্যালেন্ট্যাড অভিনেত্রী। কিন্তু কেন যে ফারিয়া কম অভিনয় করেন জানিনা। ফারিয়া অভিনয়ে নিয়মিত হলে তিনি আরো অনেক ভাল...

মুগ্ধতায় পিঁপড়াবিদ্যা

Image
মুগ্ধতায় পিঁপড়াবিদ্যা ইনফো ডেস্ক ॥ একটা ভিডিও কিপ কে কেন্দ্র করে পিঁপড়াবিদ্যার কাহিনী গড়ে উঠেছে। বেকার মিঠু একটা গখগ কোম্পানিতে জয়েন করার পর অল্প কিছু টাকা পেয়ে একটা ফোন কিনতে যায়। চুরি হয়ে যাওয়া একটা ফোন চোরের কাছ থেকে কম দামে কিনে নেয়। ভিডিও কিপটা এই ফোনেই ছিল। জনপ্রিয় অভিনেত্রী রীমা আর তার বয়ফ্রেন্ড অয়নের অন্তরঙ্গ মুহুতের্র একটা ভিডিও। এই ভিডিও টা নিয়েই চলতে থাকে নানা রকম ব্ল্যাকমেইল। সুযোগ পেয়ে কথা কম বলা চুপ থাকা ছেলেটাও অন্যের জন্য তৈরী করে ফাঁদ। পাল্টা ফাঁদে বদলে যায় অনেক কিছু। কাহিনী মোড় নেয় অন্য দিকে। মুভির শুরুটা অনেক বেশি চমকপ্রদ। বেকার মিঠু যখন চাকরী না পেয়ে “লাকি সেভেন” নামে একটা গখগ কোম্পানিতে ঢুকে তখন দর্শক স্বভাবতই ডেসটিনি ডেসটিনি বলে চিৎকার শুরু করে। রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডের ব্যাপারগুলো যখন বুঝাচ্ছিল তখন দর্শকের চিৎকার এতই বেড়ে যায় যে ডায়ালোগ ঠিক বুঝাই যাচ্ছিল না। শুরু থেকেই মুভির পাঞ্চ লাইনগুলো এতই দূর্দান্ত ছিল যে হাসি চেপে রাখা কষ্টকর। মোস্তফা সরয়ার ফারুকী চমৎকারভাবে এটার চিত্রনাট্য লিখেছেন। বিভিন্ন পরিস্থিতে ডায়ালোগ আর সেটা ডেলিভারির টাইমিং দেখে মুগ্ধ ...

ছাড়পত্র পেল ‘গ্যাংস্টার রিটার্নস’

Image
ছাড়পত্র পেল ‘গ্যাংস্টার রিটার্নস’ ইনফো ডেস্ক ॥ : আশিকুর রহমান পরিচালিত বাংলা ছবি গ্যাংস্টার রিটার্নস কদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এখন অপেক্ষা মুক্তির। পরিচালক জানান, সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর একদম ‘আনকাট’ সেন্সর পেয়েছে চলচ্চিত্রটি। কোনো ধরনের কর্তন ছাড়াই সেন্সর পাওয়ার ঘটনায় পরিচালক বেশ উচ্ছ্বসিত। বললেন, ‘এখন ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এ বছরের শেষ দিকে অথবা নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে গ্যাংস্টার রিটার্নস।’ছবির গল্প তৈরি হয়েছে আন্ডারওয়াল্ডের্র প্রেক্ষাপট নিয়ে। পারিবারিক অসচ্ছলতার কারণে একটি ছেলে জড়িয়ে পড়ে অপরাধজগতের সঙ্গে। আর এ কারণে তাকে হারাতে হয় আপনজনদের। এই ছেলেটির চরিত্রে অভিনয় করে নতুন এ সিনেমার মাধ্যমেই অ্যাকশন হিরো হিসেবে বড় পর্দায় আসছেন অপূর্ব। ছবির নায়িকা পিয়া। পরিচালক জানান, ‘টিভি পর্দার জনপ্রিয় মুখ অপূর্বকে নতুন রূপে দেখবে তাঁর ভক্তরা। আশা করছি সবার ভালো লাগবে।’ উল্লেখ্য, আশিকুর রহমান পরিচালিত কিস্তিমাত চলচ্চিত্রটি গত ঈদে মুক্তি পেয়েছে।

শাকিব খানের সময় ভালো যাচ্ছেনা

Image
শাকিব খানের সময় ভালো যাচ্ছেনা  ইনফো ডেস্ক ॥ দীর্ঘদিন যাবত ঢালিউড চলচ্চিত্রে রাজার আসনটি দখল করেছিলেন তিনি। সেই তিনিটা হলেন ঢালিউড বাদশাহ খ্যাত শাকিব খান। কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা তার। বিশেষ করে গেল কোরবানির ঈদে শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পাবার পর সেগুলোর ব্যবসায়িক দিক দিয়ে দারুণভাবে মুখ থুবড়ে পড়ে। ঈদে শাকিব অভিনীত মুক্তিপ্রাপ্ত তিনটি চলচ্চিত্র হলো ‘হিটম্যান’, ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক।’ সিনেমা তিনটির মধ্যে ‘কঠিন প্রতিশোধ’ এবং ‘সেরা নায়ক’ চরমভাবে ফপ। অপরদিকে ‘হিটম্যান'-ও যে শাকিবের নাম এবং জনপ্রিয়তার তুলনায় খুব ভালো ব্যবসা করেছে তা বলা মুশকিল। এই যখন অবস্থা, তার মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হিসেবে নতুন খবর হলো শাকিবের হাতে এখন নতুন কোন সিনেমাই নেই। এই মুহুর্তে শাকিব খান অভিনীত যে সিনেমায় কাজ চলছে সেগুলো হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-টু', ‘ধুমকেতু’ ও ‘ভালবাসা-২০১৪।’ আর যেসব ছবির কাজ গত একবছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে সেগুলো হলো ‘দুই পৃথিবী', ‘স্বপ্নের বিদেশ', ‘মনের মত মন পাইলাম না।’ এই তিনটি ছবির মধ্যে ‘মনের মত মন পাইলাম না’ ছবিটি শুরু হ...

রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন

Image
রাত্রির যাত্রীতে একসঙ্গে মৌসুমী-মিলন ইনফো ডেস্ক ॥ মৌসুমীএকসঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন মিলন ও মৌসুমী । ছবির নাম রাত্রির যাত্রী । হাবিবুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা । এর আগে টিভিতে কাজ করলেও এবারই দুজন একসঙ্গে সিনেমায় অভিনয় করছেন । মিলনমৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন , ‘ আমার সঙ্গে মৌসুমীর এটাই প্রথম ছবি । আশা করছি , আমাদের দুজনের জুটি দর্শক ভালোভাবে গ্রহণ করবেন । ’ এক রাতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাত্রির যাত্রী । একটি মেয়ের স্বপ্নের পথে যাত্রা এবং স্বপ্ন পূরণের আকাক্সক্ষা নিয়েই ছবিটির গল্প । ছবিটিতে আরও অভিনয় করছেন সালাউদ্দিন লাভলু । পরিচালক জানিয়েছেন , সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে ।

নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ

Image
নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ ইনফো ডেস্ক ॥ অভিমানে নাটক থেকে দূরে সরে যাচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি তার কণ্ঠ শোনা গেল, এমনই অজানা অভিমানের সুর। মাহফুজ বলেন, এবার ঈদে ইচ্ছে করেই কোন কাজ করিনি। এমন একটা সময় জীবনে আসতেও পারে, যখন আমাকে আর কেউ ডাকবে না। সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আর তা হলো, আমার প্রতি দর্শকের আগ্রহ থাকতেই অভিনয় ছেড়ে দেব। মাহফুজ বলেন, অনিমেষ আইচের পরিচালনায় আমার নতুন ছবি ‘জিরো ডিগ্রি’র সব কাজ এরই মধ্যে শেষ। আগামী সপ্তাহে জমা দেয়া হবে বলে শুনেছি। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরই মূলত চূড়ান্তভাবে ছবি মুক্তির সময় ঠিক করা হবে। তবে প্রাথমিকভাবে শুনেছি, এটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।

খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা

Image
খুব টানাটানি করে সংসার চলছে: প্রভা   ইনফো ডেস্ক : আমার ঘরে অভাব লেগেছে । খুবই টানাটানি করে সংসার চলছে । যতদিন যাচ্ছে অভাব যেন তার ঘাড়ে চেপে বসছে । দু ’ বেলা দু ’ মুঠো খাবার জোগাতে কষ্ট হয়ে যাচ্ছে । এমনটাই জানালেন টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা । বললেন , আর বলবেন না কি যে অবস্থা বলার মতো না । এ পর্যন্ত বলার পরই একটু থামলেন প্রভা । বললেন , দেখুন ভাববেন না সত্যিই বুঝি আমি অভাবে আছি । আমার সংসারে টানাটানি চলছে । আমার স্বামী বিরাট ব্যবসায়ী । তার কোন অভাব নেই । প্রভা বলেন , তবে আমার টানাটানির সংসার নাটকে । অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ দহন ’ নামের একটি নাটকে আমাকে এমন চরিত্রে দেখা যাবে । এরই মধ্যে ধারাবাহিক এ নাটকটির শ্যুটিং শেষ হয়েছে । খুব শীগ্রই কোন একটি চ্যানেলে এর প্রচার শুরু হবে । প্রভা বলেন , বাস্তবতার সঙ্গে মিল রেখেই নাটকটি নির্মাণ করা হয়েছে । আমাদের গ্রামীণ জীবনে মানুষের নানা গল্প এ নাটকে ফুটে উঠেছে । এখানে আমার চরিত্রটি ভালভাবে মেলে ধরার চেষ্টা করেছি । এটি দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আমার বিশ্বাস । তি...