Posts

মোশাররফ-জুঁই দম্পতির ‘অনন্ত প্রেম’

Image
মোশাররফ-জুঁই দম্পতির ‘অনন্ত প্রেম’ টেকনো ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিমকে নিয়ে মাছরাঙা টেলিভিশন নির্মাণ করেছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘অনন্ত প্রেম’। অনুষ্ঠানে নিজেদের প্রেম-ভালোবাসার গল্প বলবেন টিভি নাটকের জনপ্রিয় এই দম্পতি। সেই সাথে নিজেদের ভালো-মন্দ, মান-অভিমান, অভিযোগ-অনুযোগের কথাও বলবেন তারা। দু’জনের কন্ঠে গানও শোনা যাবে এতে।  মোশাররফের লেখা গান গেয়ে শোনাবেন জুঁই। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘কেউ কথা রাখেনি’ আঞ্চলিক ভাষায় আবৃত্তি করবেন মোশাররফ করিম। উত্তর দেবেন মজার মজার প্রশ্নের। সামিয়া আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়–য়া। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে প্রচারিত হবে এ অনুষ্ঠান।

উপস্থাপনা ছেড়ে তিনি গান গেয়ে উঠলেন

Image
উপস্থাপনা ছেড়ে তিনি গান গেয়ে উঠলেন   টেকনো ডেস্ক : লাইট ক্যামেরা সবই রেডি। সিজি চলছে। প্রডিউসার কিউ দিলেন। কিন্তুু একি কান্ড। উপস্থাপনা রেখে তিনি গান গেয়ে উঠলেন। দর্শক হতবাক। লাইভ অনুষ্ঠান তাইতো প্রডিউসারের চোখ ছানাবড়া। কি করবেন তিনি। এমনই সব মজার ঘটনার অবতারনা দেখা যাবে এবার এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায়।  ছোট ছোট স্কিড, একক, ডুয়েট ও দলীয় গান, নাচ, ফ্যাশন শো, যাত্রাপালা, টক ঝাল শো, পালাগান এবং রসালো ও ব্যাাঙ্গাত্বক কটপিচ সহ নানা সেগমেন্ট নিয়ে প্রথমবারের মতো এটিএন বাংলা আয়োজন করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এটিএন ঈদ মেলা’। সারাটা বছর এটিএন বাংলায় যারা ক্যামেরার সামনে কিংবা পেছনে অনুষ্ঠান, সংবাদ নির্মাণ, উপস্থাপনা, ভিডিও চিত্র ধারণ, সম্পাদনা সহ কার্যালয়ের বিভিন্ন বিভাগে নানা দায়িত্বে নিয়োজিত থাকেন, তাদের অনেকেই রয়েছেন নানা প্রতিভার অধিকারী। প্রতিভাধর এসব কর্মীদের নিয়ে প্রথমবারের মতো এটিএন বাংলায় নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এটিএন ঈদ মেলা’।   অনুষ্ঠানের পরিকল্পনা ও প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এটিএন বাংলা’র পরিচালক রুকসানা কবীর কাকল...

ডুবে ডুবে জল খাচ্ছে অক্ষয়-সোনাক্ষি

Image
ডুবে ডুবে জল খাচ্ছে অক্ষয়-সোনাক্ষি  টেকনো ডেস্ক : পর্দায় তাদের কেমিস্ট্রি চোখ ধাঁধানো। কেবল পর্দা কেন, বাস্তব জীবনেও তারা যে ডুবে ডুবে জল খাচ্ছিলেন তাতে সন্দেহ নেই। কথা হচ্ছে অক্ষয় কুমার এবং সোনাক্ষি সিনহাকে নিয়ে। বলিউডের একসময়ের খিলাড়ি বলেই পরিচিত অক্ষয়। সিনেমার সংখ্যা বাড়ার সাথে সাথে যেন নায়িকাদের সাথে প্রেমের সংখ্যাও বাড়িয়েছেন এই তারকা। আর সোনাক্ষির কথা বলতে গেলে বলিউডে সালমানের হাত ধরে আসা অতঃপর শহীদ কাপুরের সাথে নাম জড়ালেও তা যে কেবল একটি ধাঁধাই ছিল তা পরিস্কার হয়ে যাবে খুব সহজেই। অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা একসঙ্গে জুটি বেঁধে পরপর বেশ কয়েকটি হিট সিনেমা করেছেন। সম্প্রতি এই জুটির ছবির ‘হলিডে’ ১০০ কোটির ক্লাবেও নাম লিখিয়ে ফেলেছে। এই জুটি সকলেরই বেশ পছন্দ তবে কেউ এক জন এতে বেশ অসন্তুষ্ট। তিনি আর কেউ নন, অক্ষয় পতœী টুইংকেল খান্না। শোনা যাচ্ছে তিনি নাকি স্বামী অক্ষয়কে রীতিমতো হুমকি দিয়েছেন যাতে অক্ষয় সোনাক্ষীর সঙ্গে খুব বেশি ছবিতে কাজ না করেন। আর স্ত্রীর বাধ্য স্বামীর মতো মাথা পেতে নিলেও সাম্প্রতিক কিছু বিষয় কিন্তু তা বলছে না। বরং টুইংকেলের চোখের সামনেই এসব হয়ে আসছে। অক্ষয় এব...

আতঙ্কিত প্রীতি!

Image
আতঙ্কিত প্রীতি!   টেকনো ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির মামলায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এর মধ্যেই নেসের বিষয়ে নতুন তথ্য দিয়ে আবার ঝিমিয়ে পড়া মামলায় হাওয়া দিলেন প্রীতি। পুলিশকে লিখিতভাবে প্রীতি জানিয়েছেন, তাকে খুন করতে পারেন নেস ওয়াদিয়া। তাই ভয়ে দিন কাটাচ্ছেন তিনি। ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রীতির সঙ্গে যে ঘটনা নেস ঘটিয়েছেন এবং যার বর্ণনা প্রীতি পুলিশের কাছে দিয়েছে তা এই প্রথমবার নয় বলেই জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, এর আগেও জ্বলন্ত সিগারেট তার মুখের দিকে ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে ফেলা বা তাকে ঘরে বন্ধ করে রাখার মতো একাধিক হিংসাত্মক ব্যবহার তার সঙ্গে করেছেন নেস। –ওয়েবসাইট।

আমিরের নতুন চমক

Image
আমিরের নতুন চমক  টেকনো ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট আমির খান বারবারই তার ছবিতে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দর্শকে সারপ্রাইজ প্যাকেজ দিয়েছেন৷ ‘ধুম ৩’য়ের পর এবার আমির খান তার আপকামিং ছবি ‘পিকে’তেও আনতে চলেছেন নতুন চমক৷ জানা গেছে এই ছবির পোস্টারে একটি স্টিরিও হাতে নগ্ন আমির খানকে দেখা যাবে৷ ‘পিকে’ ছবিটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি৷ যদিও এ বিষয়ে এখনও কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি৷ এমনও শোনা যাচ্ছে এই ছবিতে নাকি কো-স্টার অনুষ্কা শর্মার সঙ্গে একটি লম্বা কিসিং সিনও করবেন আমির৷ এই ছবিতে আমির খান একজন ভিন গ্রহের মানুষের চরিত্রে অভিনয় করছেন যে হঠাৎ করেই পৃথিবীতে এসে পড়েছে৷ এছাড়াও ছবিতে আমিরকে বিভিন্ন অবতারে দেখা যাবে৷ যদিও রাজনৈতির পটভূমির উপরই তৈরি হচ্ছে এই ছবি৷ আমির খান ছাড়াও ছবিতে অনুশকা শর্মা, সুসান্ত সিং রাজপুত ও বোমান ইরানি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন৷– ওয়েবসাইট।

রয়’ কে নিয়ে মুশকিলে ভিকি সিং

Image
রয়’ কে নিয়ে মুশকিলে ভিকি সিং টেকনো ডেস্ক : রণবীর কাপুর আর জ্যাকলিন ফার্নান্দেজের কাছে তাদের আপকামিং ছবি ‘রয়’য়ের জন্য সময় নেই। রণবীর কাপুর তার ফিল্ম ‘জাগ্গা জাসুস’ ও ‘তামাশা’র শ্যুটিং নিয়ে ব্যস্ত আর জ্যাকলিন সল্লু মিঞাঁর সঙ্গে ‘কিক’ ছবির প্রমোশনে মশগুল। দুই স্টারের এ ব্যস্ত শিডিউলের জন্য পরিচালক ভিকি সিং পড়েছেন মুশকিলে। ‘রয়’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর ও জ্যাকলিন ফার্নান্দেজ। প্রথমদিকে মুম্বাইয়ে ছবির শ্যুটিং করা হলেও এরপর থেকেই দুই স্টারের সময় নিয়ে সমস্যা হওয়ায় আটকে যায় ছবির বাকি শ্যুটিং। ছবির ফার্স্ট লুক রিলিজ হয়েছে অনেক দিন আগেই, এমনকি কথা ছিল এ বছরের ২০ জুন মুক্তি পাবে ছবি। কিন্তু শ্যুটিংই শেষ করে উঠতে পারলেন না পরিচালক। দুই স্টারের সময় সমস্যার কারণেই এ ছবি হয়ত আগামী বছর মুক্তি পেতে পারে। জানা গেছে, ফিল্মের পরবর্তী শিডিউল সাউথ আফ্রিকায় রয়েছে। কিন্তু এ সময় রণবীরের ডেট পাওয়া খুব মুশকিল। রণবীর প্রথমে ‘জগ্গা জাসুস’য়ের শ্যুটিং শেষ করেন আর তিনি এখন ব্যস্ত ‘বম্বে ভেলভেট’ ছবির কাজে। এরপর তিনি ইমতিয়াজ আলির ‘তামাশা’ ছবির শ্যুটিং শেষ করবেন। তাই এখনও বলা শক্ত যে, ঠিক কবে শুর...

স্বর্ণলতা উপাখ্যান

Image
স্বর্ণলতা উপাখ্যান টেকনো ডেস্ক : তৈাকির আহমেদর রচনা ও পরিচালনায় বৈশাখি টিভির জন্য ঈদের বিশেষ নাটক স্বর্ণলতা উপাখ্যান। তৈাকির আহমেদ নিজেই এ নাটকে অভিনয় করেছেন। তার সাখে আর আছেন ওবিদ রেহান, প্রসুন। জেল থেকে ছাড়া পায় একটি লোক। সে দাগি চোর ।কদিন পর পরই তাকে জেলে আসতে হয়। এবার সে ঠিক করে বাকি জীবনটা সে সৎ ভাবে কাটাবে, মিথ্যা আর বলবে না, চুরিও করবে না। রাস্তায় নেমে সে দেখে পাখি বিক্রি করছে শিকারী, সে তার শেষ সম্বল দিয়ে পাখি গুলি কিনে ছেড়ে দিয়ে তার মুক্তি উৎযাপন করে। এবার শুরু হয় তার বেচে থাকার চেষ্টা। কাজের খোজ করে সে কাজ পায়না। কারণ সে জেল ফেরত আসামি। কেউ তাকে কাজ দেয় না এবং থাকার জন্য বাড়ি ভাড়াও দেয়না । এ ভাবেই এগিয়ে চলে গল্পটি। বৈশাখি টিভিতে প্রচারিত হবে ঈদের পঞ্চমদিন দুপুর   ০২.৩০   একক নাটক ¯¦র্নলতা উপাখ্যান।