Posts

Showing posts from August, 2014

মমর নতুন সিদ্ধান্ত

Image
মমর নতুন সিদ্ধান্ত ইনফো ডেস্ক :মাত্র কয়েকদিন আগেই জাকিয়া বারী মম ঘোষনা দিয়েছিলেন তিনি আর ছোটপর্দায় অভিনয় করবেন না। এখন থেকে শুধু সিনেমাতেই কাজ করবেন তিনি। তবে সে ঘোষনা থেকে সরে এসেছেন মম। নিয়েছেন নতুন সিদ্ধান্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মম এখন থেকে সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করবেন। অতি সম্প্রতি একটি নাটকে কাজ করার কথা পাকাপাকি করেছেন তিনি। নাটকের নাম ‘ইরাবতী ফ্যান্টাসি’। এটি রচনা ও পরিচালনা করছেন সেতু আরিফ। এখানে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। জানা গেছে, নাটকটির চিত্রায়ন হবে কক্সবাজারে। মম ও মিলনের বাইরেও এখানে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম। নাটকে একজন চাকরিজীবী নারীর ভূমিকায় দেখা যাবে মমকে। আসছে কোরবানির ঈদে কোন একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানা গেছে। মম বলেন, আমি মনে প্রাণে চেয়েছিলাম শুধু বড় পর্দাতেই কাজ করবো। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে উঠেনি। বড় পর্দায় কাজ করার পর অবসর মিললেই কেবল নাটক-টেলিছবিতে কাজ করছি। তবে সেক্ষেত্রে অনেক পছন্দসহ গল্প ও চরিত্র হলেই শুধু করছি। এর বাইরে নয়। 

শুভর মাথায় পিস্তল ধরলেন মাহি!

Image
শুভর মাথায় পিস্তল ধরলেন মাহি!  ইনফো ডেস্ক :‘অগ্নি’ সিনেমা খ্যাত নায়িকা মাহিয়া মাহি এবার মাথায় পিস্তল ধরলেন তাঁরই আরেক সহকর্মী আলোচিত চিত্রনায়ক আরেফিন শুভর মাথায়! মাহি ও শুভর এই দৃশ্যটি দেখা যাবে ‘পূর্ণ দৈঘ্য প্রেম কাহিনী’ খ্যাত পরিচালক সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ সিনেমায়।’ওয়ার্নিং’ সিনেমার মাধ্যমে মাহি দ্বিতীয়বারের মতো টিভি রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন। এর আগে সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’ সিনেমাতেও রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন মাহি।’ওয়ার্নিং’ সিনেমার গল্পে দেখা যাবে একজন দুধর্র্ষ অপহরণকারী জিসান (আরেফিন শুভ) । অপরদিকে অপরাধী জিসানের পিছু নেয় অপরাধবিষয়ক সাংবাদিক তৃণা। আর এই তৃণা চরিত্রে রূপদান করছেন এ সময়ের আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি।’ওয়ার্নিং’ ছবিটি প্রসঙ্গে সাফি জানালেন, ছবিতে দুধর্র্ষ সব অ্যাকশন দৃশ্যের পাশাপাশি তৃণা ও জিসানের প্রেমকাহিনি দর্শকের বিনোদনের খোরাক যোগাবে। পাশাপাশি ক্লাইমেক্স সিকোয়েন্সেও দর্শকের জন্য চমক থাকছে। শুভ ও মাহি ছাড়াও সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর ও রুবেল।’ওয়ার্নিং’ সিনেমায় ৬টি গান থাকছে। সবগুলো গানের সংগীতায়োজন করছ...

২৪ অক্টোবর পিঁপড়া বিদ্যা

Image
২৪ অক্টোবর পিঁপড়া বিদ্যা  ইনফো ডেস্ক :মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পিঁপড়াবিদ্যা’র মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে পরিচালক ফারুকী ছবি মুক্তির প্রচারণামূলক কার্যক্রম সাজাচ্ছেন। তার অন্যান্য ছবির মতো এবারো প্রচারণার কৌশলে অনেক নতুনত্ব থাকবে।  এর মধ্যে প্রথম ধাপে ছবিটির প্রধান অভিনেতা নবাগত নূর ইমরান মিঠুর পরিচিতিমূলক মজার ভিডিও ‘হিরো হইতে কি লাগে’ চলতি মাসে চ্যানেল আইতে এবং অনলাইনে ছাড়া হবে। পরের ধাপে ছবিতে ব্যবহৃত একমাত্র গান চিরকুটের ‘লেজে রাখা পা’র ভিডিওচিত্র প্রকাশিত হবে। এরকম পাঁচটি ধাপে পাঁচরকমের প্রচারণামূলক উপাদান অনলাইনে এবং চ্যানেল আইতে প্রচার হবে। পাশাপাশি প্রতিবারের মতো এবারো প্রধান জেলা শহর এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোয় ছবির পরিচালক ও শিল্পীরা গিয়ে প্রচারণা চালাবেন।’পিঁপড়াবিদ্যা’ ছবিটি দুবাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পর এ পর্যন্ত সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মোহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড, ডালাস এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। ছবি...

দিল্লিতে দিয়ার মির্জার বিয়ে

Image
দিল্লিতে দিয়ার মির্জার বিয়ে  ইনফো ডেস্ক :সাবেক ভারতীয় সুন্দরী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জার বিয়ের আনুষ্ঠানিকতা দিল্লিতে সম্পন্ন হবে। আগামী ১৮ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক-পরিচালক সাহিল সাঙ্ঘার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে মুম্বাইতে। দ্য ইনডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, দিয়ার হবু বর সাহিল সাঙ্ঘার পরিবার বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা দিল্লিতেই করার সিদ্ধান্ত নিয়েছেন। পুরোপুরি ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পালিত হবে। এ প্রসঙ্গে দিয়া বলেন, সাহিলের সব আত্মীয়-স্বজন দিল্লিতে থাকেন। তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে উভয় পরিবার দিল্লিতে বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, বিয়ের পর মুম্বাইয়ে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বলিউডের সব রথী-মহারথীরা আমন্ত্রিত থাকবেন। বর্তমানে দিয়া বিয়ের শপিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১১ সালের মুক্তিপ্রাপ্ত ‘লাভ ব্রেক আপ জিন্দেগি’ ছবির মাধ্যমে দিয়া-সাহিল পরস্পরের কাছাকাছি আসেন। ঠিক ওই সময়ই তাদের প্রেমের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। শুধু তাই নয়, এ জুটি তাদের প্র...

নতুন পরী মৌটুসী ...

Image
নতুন পরী মৌটুসী ...  ইনফো ডেস্ক :দেশীয় চলচ্চিত্রে ‘পরী’ নামটি দুটি চলচ্চিত্রে বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’তে অন্যটি জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিতে।’মনপুরা’তে পরী ছিলেন ফারহানা মিলি অন্যদিকে ‘পোড়ামন'এ পরী ছিলেন মাহিয়া মাহি। তবে এবার বড় পর্দায় নয় ছোটপর্দায় দেখা যাবে নতুন পরীকে। নতুন পরী চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। ফেরারী ফরহাদের রচনায় ও রাশেদ রাহার নির্দেশনায় মৌটুসী অভিনয় করেছেন ‘তেতুল তলার পরী’ নাটকে অভিনয় করেছেন মৌটুসী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত সপ্তাহে আসছে ঈদের জন্য নির্মিত এ নাটকের কাজ শেষ করেছেন মৌটুসী বিশ্বাস। নাটকের মূল গল্প রচিত হয়েছে মৌটুসীকে ঘিরে। কেমন লাগলো নতুন নাটকটিতে কাজ করতে? জবাবে মৌটুসী বলেন, ‘গল্পটা সত্যিই অসাধারণ ছিলো। তা না হলে এতো কষ্ট সহ্য করে পরপর দু'দিন গাজীপুরের হোতাপাড়ায় গিয়ে শুটিং করা আমার পক্ষে কোনরকমভাবেই সম্ভব ছিলোনা। আমি ভীষণ এনজয় করেছি পরী চরিত্রটিতে অভিনয় করতে। এর আগে নানানমাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। তবে পরী চরিত্রটি আমার ক্যারিয়াওে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমি বিশ্ব...

আইটেম গানে আঁচল

Image
আইটেম গানে আঁচল ইনফো ডেস্ক :'গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবির দৃশ্যে বাপ্পি-আঁচল'গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে আইটেম গার্ল হিসেবে নাচলেন নবাগত নায়িকা আঁচল। সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি।’গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। আইটেম গানে অংশ নেওয়ার প্রসঙ্গে আঁচল বলেন, ‘আমাকে এর আগে কখনো আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়নি। এবারই প্রথম এ ধরনের গানে পারফর্ম করলাম। গল্পের প্রয়োজনে কাজটি করতে হলো। অনুভূতি অন্য রকম। আশা করছি দর্শকেরা ভিন্নতা পাবে।’ ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে মূল নায়িকা হিসেবে কিন্তু অভিনয় করছেন আঁচল নিজেই। এতে আঁঁচলের সহশিল্পী বাপ্পি।   আঁচল ও বাপ্পি প্রথম জুটি হয়ে অভিনয় করেন শাহীন সুমনের পরিচালনায় ‘জটিল প্রেম’ ছবিতে। এরপর দুজনে একসঙ্গে অভিনয় করেন ‘প্রেম পেপ্র পাগলামি’ ছবিতে। আবারও দুজন একসঙ্গে অভিনয় করছেন ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে। বাংলা চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী আঁচলের মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে, ‘কিস্তিমাত’ ও ‘মন জুড়ে তুই’। ছবিগুলোতে আঁচলের নায়ক হিসেবে আছেন যথাক্রমে আরেফিন শুভ ও ইমন।

হাবিবের সাথে আবার কায়া

Image
হাবিবের সাথে আবার কায়া  ইনফো ডেস্ক : জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ ‘কৃষ্ণ’ অ্যালবামের সঙ্গীতায়োজনের মধ্যদিয়ে গানের ভুবনে পা রাখেন। একই অ্যালবামে কণ্ঠ দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা করেন কায়া হাসান।’কৃষ্ণ’ অ্যালবামের ব্যাপক সফলতার পর হাবিবের সঙ্গীতে ‘মায়া’ ও ‘আনন্দ’ শিরোনামের দুটি অ্যালবাম প্রকাশ করেন কায়া। সেগুলোও ব্যবসায় সফলতা অর্জন করে। দীর্ঘ সময় পর আবারো হাবিবের সঙ্গীতায়োজনে একটি গান করতে যাচ্ছেন কায়া। বাউল সম্রাট শাহ আবদুল করিমের ‘আমি বাঁচিবো কেমনে গো প্রাণ বন্ধু ছাড়া’ গানটিতে কণ্ঠ দেবেন তিনি। এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘কায়ার গায়কীয় নিয়ে কোনো কিছু বলার দরকার নেই।’কৃষ্ণ’ অ্যালবামের ব্যাপক সফলতাই তা বলে দিয়েছে। ফোক ফিউশনে কায়ার কণ্ঠ চমৎকার। এবারো তার কণ্ঠে তেমনই একটি গান থাকছে। দু'চার দিনের মধ্যেই গানটির রেকর্ডিং করব।’ এ প্রসঙ্গে কায়া বলেন, ‘নতুন গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। টিভি চ্যানেলের পাশাপাশি গানটি বিশেষ কোনো অ্যালবামেও প্রকাশ করা হবে।’ লন্ডন প্রবাসী কায়া ১১ আগস্ট সপরিবারে দেশে এসেছেন। পহেলা সেপ্টেম্বরই তিনি লন্ডনে ফিরে যাবেন। জানা গেছে, আগামী বছরের শুরুর দ...

বিয়ের খবর, গুজব বলে ওড়ালেন আনুষ্কা শর্মা

Image
বিয়ের খবর, গুজব বলে ওড়ালেন আনুষ্কা শর্মা  ইনফো ডেস্ক : গুজবে কান দেবেন না! সাফ জানালেন বলিউড সুন্দরী আনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট তারকা ভিরাট কোহলির সঙ্গে এখনই বিয়ের সম্ভাবনা এক কথায় নাকচ করলেন তিনি। খবর জিনিজের। ক্রিকেট আর বলিউডের নয়া এই হিট-হট জুটি চিরকালই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে সবসময় মুখে কুলুপ এঁটে রেখেছেন। যদিও তাতে বিন্দুমাত্র কমেনি মিডিয়ার উৎসাহ। তার মধ্যেই ইংল্যান্ড সফরে বোডের্র কাছ থেকে ইংল্যান্ড সফরে আনুষ্কাকে নিয়ে যাওয়ার অনুমতি জোগার করেন ভিরাট। তাই নিয়ে অবশ্য সমালোচনা কম হয়নি। ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ভিরাটের শোচনীয় পারফরম্যান্সের জন্য অনেকেই আনুষ্কাকে দায়ী করা শুরু করেছেন।  আনুষ্কার ম্যানেজার রীতিমত বিবৃতি দিয়ে জানিয়েছেন ‘'আনুষ্কার বিয়ে নিয়ে ইন্টারনেটে এখন প্রচুর গল্প রটেছে। আমি পরিস্কারভাবে জানাতে চাই এই গল্প গুলোর কোনও সত্যতাই নেই। এগুলি নেহাতই গুজব। আমি সবাইকে এই সমস্ত গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি। '' কিছুদিন আগেই বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়েছে ইংল্যান্ড সফরে তারা ভারতের সহ অধিকায়কের সঙ্গে আনুষ্কাকে যাওয়ার অনুমতি দিয়েছে কারণ...

বাসার ফিরেছেন ন্যান্সি

Image
বাসার ফিরেছেন ন্যান্সি ইনফো ডেস্ক: অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আতœহত্যার চেষ্টা করে টানা তিনদিন চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার দুপুরে হাসপাতাল ছেড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। তার ভাই জনি সাংবাদিকদের জানান ন্যান্সিকে তার ঢাকার মগবাজারের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।  ল্যাবএইড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ফারহাদ উদ্দীনের তত্ত্বাবধানে ছিলেন ন্যান্সি। যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ন্যান্সি এখন পুরোপুরি সুস্থ আছেন। তাকে ভিটামিন জাতীয় ওষুধ দেয়া হয়েছে। তিনি মানসিকভাবেও সুস্থ। তাই তাকে আমরা রিলিজ করে দিয়েছি।’ উল্লেখ্য, ১৬ আগস্ট দুপুরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ন্যান্সি। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে তাকে নেত্রকোণা সদর হাসপাতাল, এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ তারপর ১৭ আগস্ট রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন যেসব জনপ্রিয় নারী তারকারা

Image
আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন যেসব জনপ্রিয় নারী তারকারা  ইনফো ডেস্ক: আত্মহত্যার প্রবণতা যেন দিন দিন বেড়েই চলছে। মিতা নূর, মম, রবিন উইলিয়ামসের পর এবার ন্যান্সির আত্মহত্যার খবরে মুখরিত পুরো দেশ। আর এই ঘটনাটি নতুন কিছু নয়। আলোয় ঝিলমিল বিনোদন জগতের আর একটি দিক যে রয়েছে তা আমরা ভুলে যাই প্রতিনিয়ত। তবে চলুন একঝলক দেখে নেই হলিউড, বলিউড এবং ঢালিউদের তারকাদের সেই তালিকা, যাদের গভীর কষ্ট ও বিষণœতা ঠেলে দিয়েছে আত্মহননের পথে। বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সিও বেছে নিয়েছেন এই পথ। স্বামী ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে মান-অভিমান অন্যতম। অভিমানের সূত্র ধরেই আত্মঘাতী এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি। স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ন্যান্সি। তবে এই অভিনেত্রীও ব্যর্থ হন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্বামী ডেভিড জাস্টিসের সাথে বিচ্ছেদের পর অস্কার জয়ী এই তারকা যাকে কিনা হলিউডের নারী শক্তির অন্যতম উদাহরণ মনে করা হয়, সেই হ্যালি বেরি আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ...

বদলাপুরের শুটিং শেষ হলো

Image
বদলাপুরের শুটিং শেষ হলো ইনফো ডেস্ক: শ্রীরাম রাঘবন পরিচালিত অ্যাকশান থ্রিলার মুভি বদলাপুর। ২০১৪-এর মে মাস থেকে শুরু হয়ে ছিল ছবির শুটিং। প্রায় তিন মাস পর শেষ হলো বদলাপুর ছবির শুটিং। সাইফ আলি খানের প্রযোজনায় প্রথমবার কাজ করলেন বরুণ-ইয়ামি। ছবি মুক্তির তারিখ নিয়ে এখনো পর্যন্ত কিছু জানাননি ছবির পরিচালক শ্রীরাম রাঘবন। বদলাপুর ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত বরুণ ধাওয়ান ও ভিকি ডোনারের নায়িকা ইয়ামি গৌতম। বদলাপুর ছবিতে বরুণ ধাওয়ানের স্ত্রী-র চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম, অনদিকে এক যৌনকর্মীর ভূমিকায় দেখা যাবে হুমা কুরেশীকে। এ ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপতে সহ অন্যান্যরা। কখনো রোমান্টিক আবার কখনো কমেডি নায়কের চরিত্রেই দেখা গেছে ২৭ বছর বয়সী বরুণকে। বদলাপুর ছবিতে বরুণ ধাওয়ানকে প্রথম কোনো সিরিয়াস চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক।

ঘরোয়া ব্যানারে রানির নতুন ছবি

Image
ঘরোয়া ব্যানারে রানির নতুন ছবি ইনফো ডেস্ক: এবার হোম প্রোডাকশান যশরাজ ফিল্মের ব্যানারে কাজ করবেন আদিত্য পতœী রানি চোপড়া (মুখার্জি) । তবে, ছবি-সংক্রান্ত কোনো বিষয়ে মিঞা-বিবি কেউই এখনও সেভাবে মুখ খোলেননি। ২২ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে প্রদীপ সরকার পরিচালিত ও রানি চোপড়া (মুখার্জি) অভিনীত মর্দানী। এই ছবিটির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। মর্দানী ছবিতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার শিবানী শিবাজী রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রানিকে। আপাতত সেই ছবির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন তিনি। রানি আরও জানিয়েছেন পরিচালক বা প্রযোজক হওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই। তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়েই চিরকাল মানুষের মন জয় করতে চান।

সংগীতশিল্পী সুবর্ণা মুস্তাফা

Image
সংগীতশিল্পী সুবর্ণা মুস্তাফা  ইনফো ডেস্ক: গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার দীর্ঘ সফল ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এখন অবশ্য অভিনয় আগের তুলনায় কমিয়ে দিয়েছেন তিনি। খুব বেছে বেছে কমসংখ্যক নাটকেই তাকে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সম্পতি একটি খ-নাটকে অভিনয় করলেন সুবর্ণা। এখানে সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন তিনি।’তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়? আর সব অবসান? ’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম এ দুই লাইন অবলম্বনে সম্প্রতি নির্মিত হয়েছে নাটকটি। নাটকের নাম ‘শেষ হয় না বেলা’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। সুবর্ণা মুস্তাফা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, মাজনুন মিজান, নাজিবা প্রমুখ। এ নাটকে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম দুই লাইন অবলম্বনে নাটকটি তৈরি। এই দুই লাইনেই এর সারসংক্ষেপ পাওয়া যায়। আমার নিজের কাছে অনেক ভাল লেগেছে এর গল্প শুনে। এখানে সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে আমাকে। আমার মনে হয় নাটকটি সব শ্রেণীর দর্শকের ...

রিচি এবং তার পথচলা

Image
রিচি এবং তার পথচলা  ইনফো ডেস্ক: ১৯৯৮ সালে ফারুক ভুঁইয়া প্রযোজিত ধারাবাহিক নাটক ‘বেলা অবেলা’র মধ্য দিয়ে অভিনেত্রী রিচি সোলায়মানের মিডিয়ায় অভিষেক ঘটে। এরপর ‘নাবিলা চরিত', ‘জোছনাকাল', ‘বনলতা সেন', ‘ময়ূর বাহন', ‘নিশিথে’ ও ‘ত্যাগ’ নাটকে অভিনয় করে আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। ক্যারিয়ারের ১৬ বছরের পথচলায় এখনও ছুটছেন রিচি। তবে একটু দেখে, একটু বেছেই কাজ করছেন এখন। যার কারণে আগের তুলনায় এখন অভিনয়ে রিচিকে কিছুটা কম দেখা যাচ্ছে। তবে যেসব নাটকে তিনি অভিনয় করছেন তার অধিকাংশই তুমুল জনপ্রিয়তা অর্জন করছে। তার অভিনীত পপ্রতটি নাটকেই রিচি প্রমাণ করছেন অভিনয়ের ক্ষেত্রে তিনি জাত শিল্পী। অন্যদিকে পরিচালকরাও আত্মবিশ্বাসের জায়গা থেকে তাকে কাস্ট করছেন। সম্প্রতি রিচি নতুন তিনটি ধারাবাহিক নাটকের কাজ হাতে নিয়েছেন। এগুলো হলো গোলাম সোহরাব দোদুলের ‘আনন্দময় আমোদপুর', রুলীন রহমানের ‘মায়ার খেলা’ ও আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’। এ প্রসঙ্গে রিচি বলেন, একসঙ্গে তিনটি ধারাবাহিক নাটকের প্রস্তাব পেয়েছি। তাই সিডিউল মেলাতে কিছুটা হিমশিম খাচ্ছি। প্রতিটি ধারাবাহিকের গল্পই চমৎকার। তাই একটু কষ্ট হলেও যথেষ্...

ফের জুটি হলেন শাহরুখ-কাজল

Image
ফের জুটি হলেন শাহরুখ-কাজল ইনফো ডেস্ক:  সালটা ২০১০। শেষ বারের মতো তাদের দুজনকে এক সঙ্গে স্ক্রিনে দেখা গিয়েছিল। ছবির নাম মাই নেম ইজখান। প্রতিবারের মতো সেবারও বক্স অফিসে ছড়িয়ে পড়েছিল কাজল-শাহরুখ ম্যাজিক। তারপর মাঝে চার বছরের ব্যবধান এবং বেশ কয়েকটি বিতর্কও। কিন্তু সেই সবকিছুকে পিছনে ফেলে আবার বক্স অফিস মাতাতে জুটি হতে চলেছেন দুই সুপারস্টার। আর এই অসাধ্য সাধন করতে চলেছেন একশো কোটির বক্স অফিসের বেতাজ বাদশা রোহিত শেট্টি। অ্যাকশন এবং কমেডি ছবির চৌহদ্দি পেরিয়ে এবার তিনি প্রবেশ করতে চলেছেন খাঁটি রোম্যান্টিক ছবির আঙিনায়। আর এমন ছবিতে কাজল-শাহরুখকে দিয়ে তিনি বউনি করবেন না তাও হয় নাকি! হয় না। তাই তো ইতিমধ্যে শাহরুখের বিপরীতে অভিনয় করার জন্যে কাজলকে রাজিও করিয়ে ফেলেছেন তিনি। খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণাও করবেন তিনি। এবং সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরু হয়ে যাবে বলে শোনা যাচ্ছে রোহিতের ঘনিষ্ঠমহলে। ওয়েবসাইট।

বাংলা ছবিতে আগ্রহী বিপাশা বসু

Image
বাংলা ছবিতে আগ্রহী বিপাশা বসু ইনফো ডেস্ক: আপাতত আগামী ছবি ক্রিয়েচার থ্রিডি ছবি নিয়ে ব্যস্ত থাকলেও বাংলা ছবির প্রতি টান ব্যক্ত করলেন বঙ্গতনয়া বিপাশা বসু। জানালেন, বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতে অভিনয় করতে ইচ্ছুক তিনি। একইসঙ্গে জানিয়ে দিলেন বাংলা ছবিতে অভিনয়ের ক্ষেত্রেও আগ্রহী বিপাশা। ২০০৯ সালে ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক ছবিতে দেখা গিয়েছিল বিপাশাকে। বিপাশার কথায়, "আমি আরও বাংলা ছবিতে কাজ করতে চাই। আমার হাতে সময় আছে, এবং আমি এই বিষয়ে মনস্থির করেছি। আমি নতুন নতুন ধরণের চরিত্র অভিনয় করতে চাই। তাই বাণিজ্যিক ছবির পাশাপাশি অফবিট ছবি করার বিষয়েও আমি আগ্রহী। " আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিপাশা। একইসঙ্গে বিপাশার কথায়, "যে ছবিতে বিনোদনের হরেক মশলা আছে সেই ধরণের ছবি করতে আমার ভাল লাগে, তাছাড়া যে সব ছবিতে আমার অভিনয়ের সুযোগ আছে সেই ধরণের ছবিও আমার অত্যন্ত প্রিয়। " সম্প্রতি বিক্রম ভটের ক্রিয়েচার থ্রিডি ছবির প্রচারেই ব্যস্ত তিনি। তবে এখনো পর্যন্ত কোনো বাংলা ছবির পরিচালক বা প্রযোজকের সঙ্গে কথা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানাননি বিপাশা। -ও...