Posts

মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’

Image
মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’     বিনোদন: ইমন-আঁচল জুটির প্রথম সিনেমা ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। সিনেমাটি মালয়েশিয়া, দুবাই ও বাহরাইনেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন এর পরিচালক মনিরুল ইসলাম সোহেল। সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ইংরেজি সাবটাইটেলও করা হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান তিনি। তাদের সহযোগিতায় সিনেমাটি মালয়েশিয়ার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক সোহেল বলেন, ‘পুরো ব্যাপারটি নিভর্র করছে মালয়েশিয়ার সেন্সর বোডের্র ওপর। তারা সেন্সর ছাড়পত্র দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে মালয়েশিয়ার কোন অঞ্চলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাতে আরও অভিনয় করছেন মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল।

সাইফ-কারিনার বিচ্ছেদ!

Image
সাইফ-কারিনার বিচ্ছেদ!  বিনোদন: সাইফ-কারিনাপাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। এই তো মাত্র গত মাসেই দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তাঁরা। এখন পর্যন্ত বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে সাইফ-কারিনার নামই বেশি উচ্চারিত হয়। কিন্তু এরই মধ্যে বিচ্ছেদ? সম্প্রতি ‘সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিচ্ছেদ’ এই শিরোনামে খবর প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া। অবশ্য এ খবরে সাইফ-কারিনা ভক্তদের আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ বিচ্ছেদ বাস্তবের নয়, হ্যাপি এন্ডিং ছবিতে বিচ্ছেদের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে এ তারকা দম্পতিকে। সাইফের ইলুমিনাতি ফিল্মসের ব্যানারে নির্মিত হ্যাপি এন্ডিং ছবিটি মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সাইফের সহধর্মিণী কারিনাকে। ছবিতে সাইফের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির একটি দৃশ্যে দেখা যাবে, কারিনা তাঁর মধ্যমা আঙুল দেখিয়ে সাইফকে ছেড়ে চলে যাচ্ছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। গত বছর সাইফ প্রযোজিত ও অভিনীত জোম্বি কমেডিধর্ম...

ঐশ্বরিয়ার সাথে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুরের ভাই!

Image
ঐশ্বরিয়ার সাথে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুরের ভাই!   বিনোদন: শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুর বর্তমানে আনন্দে ভেসে বেড়াচ্ছেন। আর কেনই বা আনন্দিত হবে না বলুন? স্বপ্নের নায়িকার সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ২০১৩ সালে ‘শ্যুটআউট অ্যাট ওয়াডলা’ দিয়ে বলিউডে পা রাখা সিদ্ধার্থ কাপুর। তিনি আসলে সঞ্জয় গুপ্তর ‘জসবা’ সিনেমাতে কাজ করছেন। ঐশ্বরিয়া রায়ও এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর আবার বলিউড সিনেমায় ফিরে আসছেন। তাই স্বপ্নের নায়িকার সঙ্গে কাজ করার প্রস্তাব পাওয়া থেকেই সিদ্ধার্থ এক প্রকার পাগলই হয়ে গেছেন। সিদ্ধাথের্র এই সিনেমাতে কাজ করার কথা পরিচালক ‘মুম্বাই মিরর’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। সিনেমাতে ঐশ্বরিয়া একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে সিদ্ধার্থ এমন চরিত্রে অভিনয় করছেন যিনি মানসিকভাবে কারও কাছে সাহায্যপ্রার্থী। এছাড়া সিনেমাতে ইরফান খান একজন বহিষ্কৃত পুলিশ কর্মকর্তা এবং তার অধ্যাপিকা মায়ের চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমী।

টম ক্রুজ-মিরান্ডার খোলামেলা প্রেম

Image
টম ক্রুজ-মিরান্ডার খোলামেলা প্রেম বিনোদন: বিশ্বনন্দিত সুপার মডেল মিরান্ডা কারের প্রেমে মজেছেন হলিউডের গুণী অভিনেতা টম ক্রুজ। তাও আবার খোলামেলা প্রেমে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ডেটিং করতে দেখা গেছে তাদের। এর আগে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টম। কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। এরপর অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রেম করেও বিয়ে করেছিলেন এই হার্টথ্রব অভিনেতা। কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিভোসের্র মধ্য দিয়ে ২০১২ সালে সেই বিয়ের সমাপ্তি ঘটে। ৫২ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মিরান্ডা কারের পরিচয় হয় গত বছরের নভেম্বরে। সেই সময়েই বেশ ভাল বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ হতে থাকে তাদের। কিন্তু গত এক মাস ধরে অতিমাত্রায় ঘনিষ্ঠ হয়েছেন টম ক্রুজ ও মিরান্ডা। মিরান্ডার ফটোশুটেও এসে মাঝে মধ্যেই হাজির হয়ে যাচ্ছেন এ তারকা। আবার টমের শুটিং স্পটে চলে আসছেন মিরান্ডা। আর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনটা শুরু হয় তখন থেকেই। এই গুঞ্জন সম্প্রতি পাখা মেললো এই দুই তারকার বিচ ডেটিংয়ের মধ্য দিয়ে। বিচে ঘনিষ্ঠভাবে পাপারাজ্জিরা তাদের ক্যামেরাবন্দিও করেছেন। এই সময়...

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র

Image
কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র বিনোদন: কলকাতা চলচ্চিত্র উৎসবে যে ১৮০টি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হচ্ছে তার মধ্যে মনোনীত হয়েছে বাংলাদেশের একটি। মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস। মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘রতন’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। ২৮ মিনিটের ‘রতন’ নামের এ ছবিটি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধে বাবা-মা হারানো এক কিশোরকে কেন্দ্র করে। রতনের চরিত্রে অভিনয় করেছে রাসেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপু, বীথি, রাজু খান, মুন্নি তালুকদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। ছবির গল্পে দেখা যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁতিবন্ধ গ্রামে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। নির্বিচারে গণহত্যা চালায় তারা। দু’জন মুক্তিযোদ্ধা যখন ঐ গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে যায়, তখন তারা রতনকে খুঁজে পান। ১০ বছরের বালক রতনের সামনেই খুন হয়েছে তার বাবা, ধর্ষিত হয়েছে মা। রতনকে যখন মুক্তিবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তাকে দেখা হয় বোঝা হিসেবেই। কিন্তু সেই ক্যাম্পের কমান্ডার পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ার পর গেরিলা যুদ্ধে যোগ দেয় সেই...

ম্যাডোনার পোশাক মিলিয়ন ডলারে বিক্রি

Image
ম্যাডোনার পোশাক মিলিয়ন ডলারে বিক্রি  ## ম্যাডোনার কিছু পোশাক এবং সাজসজ্জার সামগ্রী সেলেব্রিটিদের জন্য ডাকা নিলামে ৩ মিলিয়নেরও বেশি ডলারে বিক্রি হয়েছে। এগুলো তিনি তার সমগ্র ক্যারিয়ারে বিভিন্ন গান এবং সিনেমার অনুষ্ঠানে পরেছিলেন। ডেসপারেটলি সিকিং সুজানে পরা একটি জ্যাকেট সর্বোচ্চ ২৫২, ০০০ ডলারে বিক্রি হয়েছে যেখানে ম্যাটেরিয়াল গার্ল গানটিতে পরা একটি গাউন প্রায় ৭৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। এছাড়াও ক্যালিফোর্নিয়ায় ডাকা নিলামটিতে মাইকেল জ্যাকসন , চের এবং বিটলসের ব্যবহার করা সামগ্রী ছিল। ম্যাডোনা যখন ১৯৮৫ সালে শন পেনকে বিয়ে করেছিলেন সেই বিয়ের পোশাকটি বিক্রি হয় ৮২ হাজার ডলারে যেখানে হুজ দ্যাট গার্ল ট্যুর করার সময় পরা পোশাকটির নিলাম ওঠে ৫০ হাজার ডলার পর্যন্ত। অন্যান্য যেসব সামগ্রী মানুষকে আকর্ষণ করে তার মাঝে জন লেননের ব্যবহার করা চশমাটি ২৫ হাজার ডলারে এবং এলভিস প্রিসলির একটি আংটি প্রায় ৫৮ হাজার ডলারে বিক্রি হয়। দুই দিনের ডাকা এই নিলামে গিটারও বিক্রি হয়েছে। স্টিফেন স্টিলের একটি ১৯৪০ গিবসন জে২০০ ও এই নিলামে বিক্রি হয়।

কাট-রণবীরের লিভ টুগেদার

Image
কাট-রণবীরের লিভ টুগেদার ইনফো ডেস্ক ॥ লিভ টুগেদার করছেন বলিউডের লাভ বার্ডখ্যাত জুটি রণবীর কাপুর ও কাটরিনা কাইফ। তবে লুকোচুরি করে নয়, খোলামেলাভাবেই এখন এক ছাদের নিচে থাকছেন তারা। মুম্বইয়ের কার্টার রোডে আগেই একটি বাড়ি কিনেছিলেন এ যুগল। অবশেষে সেই বাড়িতে উঠেছেন রণবীর ও কাটরিনা। এর আগে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। মাঝে সম্পর্ক ভেঙেও গিয়েছিল তাদের। তবে গত কয়েক মাসে আবারও ঘনিষ্ঠ হয়েছেন এ জুটি। বিভিন্ন স্থানেও তাদের একসঙ্গে ডেটিং করতে দেখা গেছে। অবশেষে তাদের প্রেমেরই জয় হলো। নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী একই সঙ্গে থাকা শুরু করেছেন তারা। জানা গেছে, সম্প্রতি রণবীরের একটি সার্জারি হয়েছে। এর জন্য শুটিং বন্ধ রেখেছেন তিনি। আর তার যতœআত্তির দায়িত্ব নিয়েছেন কাটরিনা। এ কারণে এ অভিনেত্রীও অভিনয় থেকে সাময়িক ছুটি নিয়েছেন। কাটরিনার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ জুটি গত দু’দিন ধরে এক ছাদের নিচে থাকছেন। মূলত এ কারণেই তারা বাড়িটি নিয়েছিলেন মুম্বইয়ে। আপাতত দু’জনই শুটিং বন্ধ রেখেছেন। একান্ত কিছু সুন্দর মুহূর্ত তারা পার করছেন। এদিকে লিভ টুগেদার থেকে তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবে কিনা সে...