Posts

মমর নতুন সিদ্ধান্ত

Image
মমর নতুন সিদ্ধান্ত ইনফো ডেস্ক :মাত্র কয়েকদিন আগেই জাকিয়া বারী মম ঘোষনা দিয়েছিলেন তিনি আর ছোটপর্দায় অভিনয় করবেন না। এখন থেকে শুধু সিনেমাতেই কাজ করবেন তিনি। তবে সে ঘোষনা থেকে সরে এসেছেন মম। নিয়েছেন নতুন সিদ্ধান্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মম এখন থেকে সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করবেন। অতি সম্প্রতি একটি নাটকে কাজ করার কথা পাকাপাকি করেছেন তিনি। নাটকের নাম ‘ইরাবতী ফ্যান্টাসি’। এটি রচনা ও পরিচালনা করছেন সেতু আরিফ। এখানে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। জানা গেছে, নাটকটির চিত্রায়ন হবে কক্সবাজারে। মম ও মিলনের বাইরেও এখানে আরও অভিনয় করবেন আজাদ আবুল কালাম। নাটকে একজন চাকরিজীবী নারীর ভূমিকায় দেখা যাবে মমকে। আসছে কোরবানির ঈদে কোন একটি বেসরকারি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানা গেছে। মম বলেন, আমি মনে প্রাণে চেয়েছিলাম শুধু বড় পর্দাতেই কাজ করবো। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে উঠেনি। বড় পর্দায় কাজ করার পর অবসর মিললেই কেবল নাটক-টেলিছবিতে কাজ করছি। তবে সেক্ষেত্রে অনেক পছন্দসহ গল্প ও চরিত্র হলেই শুধু করছি। এর বাইরে নয়। 

শুভর মাথায় পিস্তল ধরলেন মাহি!

Image
শুভর মাথায় পিস্তল ধরলেন মাহি!  ইনফো ডেস্ক :‘অগ্নি’ সিনেমা খ্যাত নায়িকা মাহিয়া মাহি এবার মাথায় পিস্তল ধরলেন তাঁরই আরেক সহকর্মী আলোচিত চিত্রনায়ক আরেফিন শুভর মাথায়! মাহি ও শুভর এই দৃশ্যটি দেখা যাবে ‘পূর্ণ দৈঘ্য প্রেম কাহিনী’ খ্যাত পরিচালক সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ সিনেমায়।’ওয়ার্নিং’ সিনেমার মাধ্যমে মাহি দ্বিতীয়বারের মতো টিভি রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন। এর আগে সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’ সিনেমাতেও রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন মাহি।’ওয়ার্নিং’ সিনেমার গল্পে দেখা যাবে একজন দুধর্র্ষ অপহরণকারী জিসান (আরেফিন শুভ) । অপরদিকে অপরাধী জিসানের পিছু নেয় অপরাধবিষয়ক সাংবাদিক তৃণা। আর এই তৃণা চরিত্রে রূপদান করছেন এ সময়ের আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি।’ওয়ার্নিং’ ছবিটি প্রসঙ্গে সাফি জানালেন, ছবিতে দুধর্র্ষ সব অ্যাকশন দৃশ্যের পাশাপাশি তৃণা ও জিসানের প্রেমকাহিনি দর্শকের বিনোদনের খোরাক যোগাবে। পাশাপাশি ক্লাইমেক্স সিকোয়েন্সেও দর্শকের জন্য চমক থাকছে। শুভ ও মাহি ছাড়াও সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর ও রুবেল।’ওয়ার্নিং’ সিনেমায় ৬টি গান থাকছে। সবগুলো গানের সংগীতায়োজন করছ...

২৪ অক্টোবর পিঁপড়া বিদ্যা

Image
২৪ অক্টোবর পিঁপড়া বিদ্যা  ইনফো ডেস্ক :মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পিঁপড়াবিদ্যা’র মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে পরিচালক ফারুকী ছবি মুক্তির প্রচারণামূলক কার্যক্রম সাজাচ্ছেন। তার অন্যান্য ছবির মতো এবারো প্রচারণার কৌশলে অনেক নতুনত্ব থাকবে।  এর মধ্যে প্রথম ধাপে ছবিটির প্রধান অভিনেতা নবাগত নূর ইমরান মিঠুর পরিচিতিমূলক মজার ভিডিও ‘হিরো হইতে কি লাগে’ চলতি মাসে চ্যানেল আইতে এবং অনলাইনে ছাড়া হবে। পরের ধাপে ছবিতে ব্যবহৃত একমাত্র গান চিরকুটের ‘লেজে রাখা পা’র ভিডিওচিত্র প্রকাশিত হবে। এরকম পাঁচটি ধাপে পাঁচরকমের প্রচারণামূলক উপাদান অনলাইনে এবং চ্যানেল আইতে প্রচার হবে। পাশাপাশি প্রতিবারের মতো এবারো প্রধান জেলা শহর এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোয় ছবির পরিচালক ও শিল্পীরা গিয়ে প্রচারণা চালাবেন।’পিঁপড়াবিদ্যা’ ছবিটি দুবাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পর এ পর্যন্ত সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মোহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড, ডালাস এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। ছবি...

দিল্লিতে দিয়ার মির্জার বিয়ে

Image
দিল্লিতে দিয়ার মির্জার বিয়ে  ইনফো ডেস্ক :সাবেক ভারতীয় সুন্দরী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জার বিয়ের আনুষ্ঠানিকতা দিল্লিতে সম্পন্ন হবে। আগামী ১৮ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক প্রযোজক-পরিচালক সাহিল সাঙ্ঘার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে মুম্বাইতে। দ্য ইনডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, দিয়ার হবু বর সাহিল সাঙ্ঘার পরিবার বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা দিল্লিতেই করার সিদ্ধান্ত নিয়েছেন। পুরোপুরি ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা পালিত হবে। এ প্রসঙ্গে দিয়া বলেন, সাহিলের সব আত্মীয়-স্বজন দিল্লিতে থাকেন। তাই তাদের সুবিধার কথা মাথায় রেখে উভয় পরিবার দিল্লিতে বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, বিয়ের পর মুম্বাইয়ে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বলিউডের সব রথী-মহারথীরা আমন্ত্রিত থাকবেন। বর্তমানে দিয়া বিয়ের শপিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ২০১১ সালের মুক্তিপ্রাপ্ত ‘লাভ ব্রেক আপ জিন্দেগি’ ছবির মাধ্যমে দিয়া-সাহিল পরস্পরের কাছাকাছি আসেন। ঠিক ওই সময়ই তাদের প্রেমের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। শুধু তাই নয়, এ জুটি তাদের প্র...

নতুন পরী মৌটুসী ...

Image
নতুন পরী মৌটুসী ...  ইনফো ডেস্ক :দেশীয় চলচ্চিত্রে ‘পরী’ নামটি দুটি চলচ্চিত্রে বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’তে অন্যটি জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিতে।’মনপুরা’তে পরী ছিলেন ফারহানা মিলি অন্যদিকে ‘পোড়ামন'এ পরী ছিলেন মাহিয়া মাহি। তবে এবার বড় পর্দায় নয় ছোটপর্দায় দেখা যাবে নতুন পরীকে। নতুন পরী চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। ফেরারী ফরহাদের রচনায় ও রাশেদ রাহার নির্দেশনায় মৌটুসী অভিনয় করেছেন ‘তেতুল তলার পরী’ নাটকে অভিনয় করেছেন মৌটুসী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত সপ্তাহে আসছে ঈদের জন্য নির্মিত এ নাটকের কাজ শেষ করেছেন মৌটুসী বিশ্বাস। নাটকের মূল গল্প রচিত হয়েছে মৌটুসীকে ঘিরে। কেমন লাগলো নতুন নাটকটিতে কাজ করতে? জবাবে মৌটুসী বলেন, ‘গল্পটা সত্যিই অসাধারণ ছিলো। তা না হলে এতো কষ্ট সহ্য করে পরপর দু'দিন গাজীপুরের হোতাপাড়ায় গিয়ে শুটিং করা আমার পক্ষে কোনরকমভাবেই সম্ভব ছিলোনা। আমি ভীষণ এনজয় করেছি পরী চরিত্রটিতে অভিনয় করতে। এর আগে নানানমাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। তবে পরী চরিত্রটি আমার ক্যারিয়াওে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমি বিশ্ব...

আইটেম গানে আঁচল

Image
আইটেম গানে আঁচল ইনফো ডেস্ক :'গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবির দৃশ্যে বাপ্পি-আঁচল'গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে আইটেম গার্ল হিসেবে নাচলেন নবাগত নায়িকা আঁচল। সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি।’গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। আইটেম গানে অংশ নেওয়ার প্রসঙ্গে আঁচল বলেন, ‘আমাকে এর আগে কখনো আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়নি। এবারই প্রথম এ ধরনের গানে পারফর্ম করলাম। গল্পের প্রয়োজনে কাজটি করতে হলো। অনুভূতি অন্য রকম। আশা করছি দর্শকেরা ভিন্নতা পাবে।’ ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে মূল নায়িকা হিসেবে কিন্তু অভিনয় করছেন আঁচল নিজেই। এতে আঁঁচলের সহশিল্পী বাপ্পি।   আঁচল ও বাপ্পি প্রথম জুটি হয়ে অভিনয় করেন শাহীন সুমনের পরিচালনায় ‘জটিল প্রেম’ ছবিতে। এরপর দুজনে একসঙ্গে অভিনয় করেন ‘প্রেম পেপ্র পাগলামি’ ছবিতে। আবারও দুজন একসঙ্গে অভিনয় করছেন ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে। বাংলা চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী আঁচলের মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে, ‘কিস্তিমাত’ ও ‘মন জুড়ে তুই’। ছবিগুলোতে আঁচলের নায়ক হিসেবে আছেন যথাক্রমে আরেফিন শুভ ও ইমন।

হাবিবের সাথে আবার কায়া

Image
হাবিবের সাথে আবার কায়া  ইনফো ডেস্ক : জনপ্রিয় সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ ‘কৃষ্ণ’ অ্যালবামের সঙ্গীতায়োজনের মধ্যদিয়ে গানের ভুবনে পা রাখেন। একই অ্যালবামে কণ্ঠ দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা করেন কায়া হাসান।’কৃষ্ণ’ অ্যালবামের ব্যাপক সফলতার পর হাবিবের সঙ্গীতে ‘মায়া’ ও ‘আনন্দ’ শিরোনামের দুটি অ্যালবাম প্রকাশ করেন কায়া। সেগুলোও ব্যবসায় সফলতা অর্জন করে। দীর্ঘ সময় পর আবারো হাবিবের সঙ্গীতায়োজনে একটি গান করতে যাচ্ছেন কায়া। বাউল সম্রাট শাহ আবদুল করিমের ‘আমি বাঁচিবো কেমনে গো প্রাণ বন্ধু ছাড়া’ গানটিতে কণ্ঠ দেবেন তিনি। এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘কায়ার গায়কীয় নিয়ে কোনো কিছু বলার দরকার নেই।’কৃষ্ণ’ অ্যালবামের ব্যাপক সফলতাই তা বলে দিয়েছে। ফোক ফিউশনে কায়ার কণ্ঠ চমৎকার। এবারো তার কণ্ঠে তেমনই একটি গান থাকছে। দু'চার দিনের মধ্যেই গানটির রেকর্ডিং করব।’ এ প্রসঙ্গে কায়া বলেন, ‘নতুন গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। টিভি চ্যানেলের পাশাপাশি গানটি বিশেষ কোনো অ্যালবামেও প্রকাশ করা হবে।’ লন্ডন প্রবাসী কায়া ১১ আগস্ট সপরিবারে দেশে এসেছেন। পহেলা সেপ্টেম্বরই তিনি লন্ডনে ফিরে যাবেন। জানা গেছে, আগামী বছরের শুরুর দ...