কারা পেলেন আইফা
CSn || মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৫ জুন শুরু হয় ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক মিলনমেলা আইফা অ্যাওয়ার্ডস ২০১৫। জমকালো অনুষ্ঠানের সমাপনী ঘটে ৭ জুন সন্ধ্যায়। সবচেয়ে বেশি পুরস্কার জিতে হায়দার। আরও যাঁরা পেলেন-
চলচ্চিত্র: কুইন
অভিনেতা: শহিদ কাপুর (হায়দার)
অভিনেত্রী: কঙ্গনা রানাওয়াত (কুইন)
বর্ষসেরা অভিনেত্রী: দীপিকা পাডুকোন (পিকু, হ্যাপি নিউ ইয়ার ও ফাইন্ডিং ফানি)
পরিচালক: রাজ কুমার হিরানি (পিকে)
নতুন মুখ (পুরুষ): টাইগার শ্রফ (হিরোপান্তি)
নতুন মুখ (নারী): কৃতী শ্যানন (হিরোপান্তি)
খলনায়ক: কে কে মেনন (হায়দার)
কমেডিয়ান: বরুন ধাওয়ান (মে তেরা হিরো)
প্লেব্যাক (নারী): কণিকা কাপুর (বেবি ডল, রাগিনি এমএমএস-২)
প্লেব্যাক (পুরুষ): অঙ্কিত তিওয়ারি (গালিয়াঁ, এক ভিলেন)
মিউজিক: শঙ্কর এহসান লয় (টু স্টেটস)
নতুন পরিচালক: সাজিদ নাদিয়াদওয়ালা (কিক) এবং উমাং কুমার (মেরি কম)
সংলাপ: রাজ কুমার হিরানি ও অভিজাত যোশি (পিকে)
অ্যাকশন: অ্যান্ডি আর্মস্ট্রং ও পারভেজ শেখ (ব্যাং ব্যাং)
স্পেশাল ইফেক্ট: রিউপাল ডি রাওয়াল ও প্রাইম ফোকাস (কিক)
কোরিওগ্রাফি: আহমেদ খান (কিক)
সিনেমাটোগ্রাফি: বিনোদ প্রধান (টু স্টেটস)
মেক-আপ: প্রীতিশীল সিং ও ক্লোভার উটন (হায়দার)
শিল্প নির্দেশনা: সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (হায়দার)
কস্টিউম: ডলি আহলুলিয়া (হায়দার)
সম্পাদনা: অনুরাগ কেশ্যপ ও অভিজিৎ কোকাটে (কুইন)
চিত্রনাট্য: পারভেজ শেখ, চৈতালি পার্মার ও বিকাশ ভালো (কুইন)
Comments
Post a Comment