আত্মহত্যা করলেন পাঞ্জাবি সঙ্গীতশিল্পী ধর্মপ্রীত

CSn ||  পাঞ্জাবি সঙ্গীতশিল্পী ধর্মপ্রীত গত ৭ জুন আত্মহত্যা করেছেন। তার মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পাঞ্জাবে বহুল জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী অনেক দিন থেকেই হতাশায় ভুগছিলেন। তিনি বিশেষ করে তার বিরহের গানের জন্যই পরিচিত ছিলেন। এ পর্যন্ত ধর্মপ্রীতের ২৬টি অ্যালবাম মুক্তি পেয়েছে যার বেশিরভাগ গানই জনপ্রিয় ছিল।
ধর্মপ্রীতের স্ত্রী এবং ছেলে গ্রীষ্মকালীন ছুটিতে নানাবাড়ি বেড়াতে গেলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। জানা যায়, ধর্মপ্রীতের মা প্রতিবেশীদের তার ঘরের দরজা ভেঙে ঢুকতে বললে তারা পরে ধর্মপ্রীতকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ময়নাতদন্তের পর ধর্মপ্রীতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি