ফেসবুকের ইনবক্সে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাইরাস



CCn || হ্যাকার চক্র ফেসবুকের ইনবক্সে একটি ভিডিও লিংক দিয়ে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে।ব্যবহারকারী নিজেও জানেন না তার ইনবক্স থেকে কীভাবে বন্ধুদের ইনবক্সে ভিডিও লিংকের ওই ভাইরাসটি সেন্ড করা হচ্ছে। এতে ফেসবুক ব্যবহারকারীরা বিব্রতকর অবস্থায় পড়েছেন।একাধিক ফেসবুক ব্যবহারকারী রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

  এটি ভিডিও লিংক না, ভাইরাস হতে পারে বলে জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। লিংকটি ওপেন না
করার জন্য ভুক্তভোগী ফেসবুক ব্যবহারকারীরা সবাইকে এ ব্যাপারে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।

ফেসবুক ব্যবহারকারী মিরপুরের বাসিন্দা কাজী আবদুস সামাদ জানান, তার ফেসবুকে একাধিকবার ভিডিও্ ভাইরাসের লিংকটি দেওয়া হয়েছে।এই লিংকটি ওপেন করার চেষ্টা করলে ওপেন হচ্ছে না। বরং এটি ফ্রেন্ডলিস্টে থাকা অন্য বন্ধুদের ইনবক্সে চলে যাচ্ছে।

আশরাফুল আশেকীন নামের একজন ফেসবুক ব্যবহারকারী তার ওয়া্লে লিখেছেন, কারো কাছ থেকে জানতে পারলাম এটা একটা স্পাম।যে ওপেন করার চেষ্টা করবে তার আইডি থেকে অনেকের কাছে চলে যাবে। তিনি তার ওয়ালে আরো লিখেছেন, আমার কাছে আসিফ ইকবালের আইডি থেকে প্রথম এসেছিল, ওপেন করার চেষ্টা করতেই আমার আইডি থেকে অনেকের কাছে লিংক যাচ্ছে। ফেসবুক ব্যবহারকারী কারো কাছে এর সমাধান জানা থাকলে হেলপ করার জন্য অনুরোধ করেছেন তিনি। ভাইরাসের এই ভিডিও লিংকটি পেয়ে নির্ঝরা নামের একজন লিখেছেন, একই ঝামেলায় আমিও আছি।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি