হৃতিককে সরালেন সলমন


CSn || ‘বজরঙ্গী ভাইজান’-এর পর কবীর খানের নতুন ছবিতেও শেষপর্যন্ত দেখা যেতে চলেছে সলমন খানকে। বলিপাড়ায় গুঞ্জন- হৃত্বিক রোশনের নাকি করার কথা ছিল সল্লু ভাইয়ের চরিত্রটি। হৃত্বিক যে কবীর খানের প্রিয় নায়ক সে তো
অনেকেরই জানা। তাই কবীর তাঁর নতুন ছবিতে হৃত্বিককে কাস্ট করতে চলেছেন শুনে কেউই অবাক হননি, কিন্তু ভুল ভাঙলেন হৃত্বিক নিজেই। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি এই মুহূর্তে কবীর খানের কোনও ছবিতে অভিনয় করছেন না, বরং আশুতোষ গোয়ারিকরের নতুন ছবি ‘মহেঞ্জোদাড়ো’ নিয়ে যারপরনাই ব্যস্ত। কানাঘুষোয় শোনা যাচ্ছে সলমনই সরালেন হৃত্বিককে কবীরের ছবি থেকে, এবং সলমনের কথা মাথায় রেখে নাকি কবীর গল্পটিকে আবার নতুন করে লিখছেন। রাজনীতিক পটভূমির এই প্রেমকাহিনীনির্ভর ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজেরও অভিনয় করার কথা ছিল। সলমনের ঝুলিতে এখন ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘কিক ২’ ছাড়াও আরও ছবি অপেক্ষা করে আছে। সব মিলিয়ে সল্লু মিয়াঁর বাজার জমজমাট। আর হৃত্বিক কী ভাবছেন?

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি