অভিনয়ে এলেন বেকহ্যাম

CSn || শার্লক হোমস’-এর পরিচালক গাই রিচির পরবর্তী ছবি ‘নাইটস অফ দ্য রাউন্ড টেবল: কিং আর্থার’-এ এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন প্রাক্তন ফুটবল-সুপারস্টার ডেভিড বেকহ্যাম। মধ্যযুগের পটভূমিকায় তোলা
এই এপিক ছবির বিষয় হিসাবে কিং আর্থারের কিংবদন্তিকে তুলে ধরা হয়েছে। ছবির যে দৃশ্যে দেবদত্ত তলোয়ার ‘এক্সক্যালিবার’-কে আর্থার মুক্ত করবেন, সেই দৃশ্যেই একটা ছোট চরিত্রে থাকছেন বেকহ্যাম।
এই ছবিতে অন্যান্য চরিত্রে থাকছেন জুড ল, চার্লি হানাম, এরিক বানা প্রমুখ। হলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, বন্ধু রিচির নতুন ছবি ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএলই’-তেও নাকি ক্যামিও চরিত্রে রয়েছেন এই ৪০ বছরের ব্রিটিশ ফুটবল তারকা। -সংবাদসংস্থা

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি