কারিনা-অর্জুনের দাম্পত্য ট্রেনিং!


CSn || পতৌদি পরিবারের ছোট বেগম এ বার অন্যের বিবি! তবে, তার স্বামীটি নবাবের মতো মোটেও চৌকশ নয়। সেই নিয়েই একটু সমস্যায় পড়েছেন কারিনা কাপুর খান। দিন নেই, রাত নেইÑ কথায় কথায় ঝগড়া বেঁধে যাচ্ছে তার নতুন স্বামী অর্জুন কাপুরের সঙ্গে! আর সেই ঝগড়ার মাঝে এসে দাঁড়াচ্ছেন বলিউডের নামজাদা পরিচালক আর বাল্কি। আসল কথা হলো, কারিনা-অর্জুনকে নিয়ে নতুন ছবির কাজে হাত দিয়েছেন বাল্কি। অভিনয়ের ক্ষেত্রে তার কাজ নিয়ে খুবই খুঁতখুঁতে এই পরিচালক। তাই তার আগামি ছবির হিরো-হিরোইনকে বেশ কসরত করতে হচ্ছে। ছবির নাম এখনও ঠিক না হলেও শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কারিনা কাপুর ও অর্জুন কাপুরকে জুটি করে তার এই ছবি নিয়ে বিশেষ আশাবাদী বাল্কি। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দুই কাপুরকে। কারিনার চরিত্র একটি আদ্যপান্ত 'কেরিয়ারিস্টিক' মহিলার, যার স্বামী কোনও কাজ না করে বাড়িতেই থাকে। এ অবস্থায় দম্পতির মধ্যে বনিবনা না হওয়া, সাংসারিক অশান্তি, ঝগড়া খুবই স্বাভাবিক। সেই 'স্বাভাবিকত্ব' স্ক্রিনেও যাতে সমানভাবে ফুটে ওঠে তার জন্য প্রায় এক সপ্তাহের ট্রেনিং চলেছে কারিনা-অর্জুনের। মুম্বাইয়ের খার অঞ্চলে তার অফিসে পরিচালক নিজে এই দম্পতিকে রিহার্সাল করিয়েছেন। ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি