নয়া পারফিউমে যত ঘাম তত সুগন্ধ
CHn || যত ঘামবেন এবার ততই সুগন্ধ ছড়িয়ে পড়বে।। হ্যাঁ আপাতত এমন অবিশ্বাস্য কথাই দাবি করেছেন ব্রিটিশ একদল বিজ্ঞানী। ঘামের সাথে পাল্লা দিয়ে তাদের বানানো পারফিউম কেবল খোশবুই ছড়াবে না বরং দেহের দুর্গন্ধও দূর করবে। বৃটেনের বেলফাস্ট কুইন্স বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বে প্রথম
এ জাতীয় পারফিউম তৈরি করা হল। যত বেশি আর্দ্রতার সম্পর্কে আসবে ততই বেশি করে এটি সুগন্ধ ছড়াবে এবং চারদিক মাতিয়ে তুলবে খোশবুতে।
এ পারফিউমের গন্ধ বিলানোর পদ্ধতিটি আয়নায়িত তরল পদার্থের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আর আয়নায়িত তরল পদার্থটি তৈরি করা হয়েছে গন্ধহীন লবণ থেকে। আয়নায়িত তরল পদার্থ যখন জলের সংস্পর্শে আসে তখনই মানুষের ত্বকে গন্ধ বিলাতে শুরু করে। এ ছাড়া, দেহের দুর্গন্ধও টেনে নেয় নতুন এই উপাদান।
নতুন এ পারফিউম কবে বাজারে আসবে সে কথা অবশ্য জানানো হয়নি।
তবে বলা হয়েছে, এ বিষয়ে পারফিউম কোম্পানিগুলির সঙ্গে কথাবার্তা চলছে।-ওয়েবসাইট।
এ জাতীয় পারফিউম তৈরি করা হল। যত বেশি আর্দ্রতার সম্পর্কে আসবে ততই বেশি করে এটি সুগন্ধ ছড়াবে এবং চারদিক মাতিয়ে তুলবে খোশবুতে।
এ পারফিউমের গন্ধ বিলানোর পদ্ধতিটি আয়নায়িত তরল পদার্থের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আর আয়নায়িত তরল পদার্থটি তৈরি করা হয়েছে গন্ধহীন লবণ থেকে। আয়নায়িত তরল পদার্থ যখন জলের সংস্পর্শে আসে তখনই মানুষের ত্বকে গন্ধ বিলাতে শুরু করে। এ ছাড়া, দেহের দুর্গন্ধও টেনে নেয় নতুন এই উপাদান।
নতুন এ পারফিউম কবে বাজারে আসবে সে কথা অবশ্য জানানো হয়নি।
তবে বলা হয়েছে, এ বিষয়ে পারফিউম কোম্পানিগুলির সঙ্গে কথাবার্তা চলছে।-ওয়েবসাইট।
Comments
Post a Comment