ভালো নাটকগুলো হারিয়ে যাচ্ছে : মৌ


CEn || পথটা এখন সবাই সহজ মনে করে এত নাটক নির্মাণ করছেন যে খারাপ কাজের ভিড়ে ভালো নাটকগুলোকেও দর্শকরা এক তালিকায় ফেলে দিচ্ছেন। এত নাটকের ভিড়ে ভালো নাটকগুলো হারিয়ে যাচ্ছে। বর্তমান নাটকের মান প্রসঙ্গে  এমনটাই জানালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
সমসাময়িক অনেকেই এখন শোবিজ অঙ্গনে নেই। আর থাকলেও খুব একটা সরব নয়। কিন্তু নিজেকে এখনও কাজের জন্য প্রস্তুত রেখেছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। মাঝে একটা বিরতি গেলেও তা খুব বেশি দিনের নয়। নিজেকে প্রস্তুত করে সময়ে সাথে আবারও শোবিজে নিয়মিত এখন মৌ। তবে গতবাধা কোনো কাজ না।
এখনও তার অভিনয় দেখলে দর্শকদের মনে রাখতে হয় বা তার অভিনয়ের জন্যও টিভিপর্দার সামনে বসেন অনেকে। প্রতি ঈদের মতো এবারও কয়েকটি নাটকে দেখা যাবে মৌকে, তবে খুব বেশি নাটকে নয়। এছাড়াও নিয়মিত ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি মডেলিংয়েও দেখা মিলছে তার।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি