অন্তরঙ্গতায় ব্যাঘাত ঘটাচ্ছে স্মার্টফোন


 

CLs || স্মটাফোন ছাড়া আমাদের এক মুহুর্ত চলে না। একসঙ্গে ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইস্টাগ্রামে অনলাইন না থাকলে পেটের ভাতই হজম হতে চায় না৷ তাই বলে কি স্মার্টফোন ব্যবহার করব না? কিন্তু জানেন কি এই স্মার্টফোনের কারণেই আপনার সেক্স লাইফ ঝুঁকির মুখে? শুনে অবাক হচ্ছেন। তাই না? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আপনার একান্ত মুহুর্তের অন্তরঙ্গতায় ব্যাঘাত ঘটাচ্ছে স্মার্টফোন৷

এমনই অবাক করা তথ্য প্রকাশ করেছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়৷ একটি গবেষণামূলক পরীক্ষা করে দেখা গিয়েছে যাদের মধ্যে যৌনতা বেশি তারা ১৯৯০ সালে মাসে অন্তত পাঁচবার সঙ্গম করতেন৷

২০০০ সালে তা নেমে আসে চারবারে কিন্তু এখন স্মার্টফোনের জামানায় তা মাসে তিনবার এসে দাঁড়িয়েছে৷ এমনটাই জানিয়েছে ডেইলি স্টারের রিপোর্টাররা৷ জীবন যতবেশি দ্রুত হচ্ছে ততোই কমছে পরস্পরের প্রতি ভালোবাসা জাহির করার চাহিদা৷ স্মার্টফোন এখন হাতে এতরকম এন্টারটেইনমেন্ট এনে দিচ্ছে যে নিজের সঙ্গীর থেকেই আকর্ষণ কমে যাচ্ছে এমনটাই জানা যাচ্ছে পরীক্ষা থেকে৷

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি