পিটবুল-লোপেজের নতুন গান ইউটিউবে
CSn || গরমে জলকেলির ইচ্ছে কার না হয়। অফুরান ফাঁকা সময়ে হঠাৎ যদি সামনে পেয়ে যান জেনিফার লোপেজকে? কেমন লাগবে? অন্য অনেকের মতো উঠতি মার্কিন গায়ক প্রিন্স রয়েসও শিহরিত হলেন।
‘ব্যাক ইট আপ’ শিরোনামের গানের ভিডিওতে দেখা
যায় এই দৃশ্য। এতে লোপেজ ও রয়েসের পাশাপাশি হাজির হয়েছেন পিটবুল। এর আগে ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের থিম সং ‘ওলে ওলা’ একসঙ্গে গেয়েছিলেন লোপেজ ও পিটবুল। তাদের আরেকটি গানের ভিডিও এসেছে ইউটিউবে।
প্রিন্স রয়েসের আগামি ইংরেজি গানের অ্যালবামের দ্বিতীয় সিঙ্গেল হিসেবে প্রকাশিত হলো দুটি ভাষায় লেখা ‘ব্যাক ইট আপ’।
Comments
Post a Comment