রুবেলের সাথে অন্তরঙ্গ কথোপকথনের রেকর্ড ফাঁস করলেন হ্যাপী



CEn || ফের বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হুসেনের সাথে গোপন কখোপকথনের অডিও ফাঁস করলেন মডেল ও চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী। ৬ মে শনিবার সকাল ৮টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন হ্যাপী, স্ট্যাটাসটির সাথে গোপনে রেকর্ড করা প্রেমিক রুবেলের সাথে অন্তরঙ্গ মুহূর্তের কিছু কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস করেন। অডিও রেকর্ডে রুবেলের সঙ্গে হ্যাপীর অতর্দ্বদ্বের কারনগুলো ফুটে উঠেছে। এছাড়াও অডিও রেকর্ডটি যেকোনো একটি আন্তর্জাতিক ম্যাচ এর আগের দিন বলেও জানা গেছে। রুবেল হ্যাপীর কাছে
রেকর্ড টিতে আকুতি জানিয়েছেন যাতে তার খেলার আগমুহুর্তে কোনো দ্বন্দের সৃষ্টি না করেন। হ্যাপী রুবেলকে বিয়ের জন্য চাপ দিতেও শোনা যায় রেকর্ডটিতে। এছাড়াও বিভিন্ন গরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের নাম জড়িয়েছে হ্যাপী-রুবেলের এই কথপোকথনে। গোপন অডিও ক্লিপিটি ফাঁস করা প্রসঙ্গে স্ট্যাটাসটিতে নানা যুক্তি দেন হ্যাপী। তিনি বলেন, ‘রুবেলের পরিবার অন্য মেয়ের সাথে বিয়ের জন্য রুবেলকে চাপ দিচ্ছিল। আমি ধরেই নিয়েছিলাম আমার ভালোবাসা হয়তো আমি হারাবো এজন্যই কিছু কথা রেকর্ড করে রেখেছিলাম। কোনো বাজে লক্ষ থেকে কথাগুলো রেকর্ড করেনি।
হ্যাপীর স্ট্যাটাসটি:
রুবেল যখন খুলনায় জিম্বাবুয়ের সিরিজ খেলতে গিয়েছিল তখন আমিও গিয়েছিলাম কারণ দেখা না করে আমরা কেউ থাকতে পারতাম না। খুলনা “সিটি ইন” হোটেলে রুবেল ছিল ৪১২ নং রুমে । আমি তিন দিনের জন্য গিয়েছিলাম। আমি ছিলাম ৩০৬ নং রুমে। রুবেল জানত আমি যাব তবে কবে যাব এটা বলিনি হুট করে রাতের বাসে করে খুলনা গেলাম । তারপর রুবেলকে বললাম আমি “সিটি ইন” এ। ও আমাকে দেখার জন্য তখনই আমার রুমে হাজির। আমি ওর চোখের দিকে তাকিয়ে ছিলাম। আমি ওর চোখে দেখেছিলাম আমাকে দেখতে পেরে রুবেল কত খুশি। রুবেল আবু নাসের ষ্টেডিয়ামে অনুশিলনে চলে গেল। আমি ওর ফেরার অপেক্ষায় ছিলাম। আমরা বেশিরভাগ সময়েই একসঙ্গে দুপুর ও রাতের খাবার খেতাম। অনেক মেমোরি জমা হয়ে পড়ে আছে খুলনার “সিটি ইন” এ। আমার রুমে রুবেল চুরি করে আসত। আমার সাথে দেখা করার জন্য যেভাবে চোরের মতো আসত সেটা দেখে খুব হাসিই লাগত। খুলনা থেকে ফেরার সময় রুবেলের চেহারার মধ্যে আমাকে বিদায় জানানোর কষ্ট ঠিক ভালভাবেই বুঝতে পারছিলাম। তখনও রুবেলের পরিবার অন্য মেয়ের সাথে বিয়ের জন্য রুবেলকে চাপ দিচ্ছিল। আমি ধরেই নিয়েছিলাম আমার ভালোবাসা হয়তো আমি হারাবো এজন্যই কিছু কথা রেকর্ড করে রেখেছিলাম। কোনো বাজে ইনটেনশন নিয়ে কথাগুলো রেকর্ড করতাম না। তবে আমার সাথে রুবেলের এমন ভালোবাসা অভিনয় হতে পারে একবারের জন্যও ভাবতে পারিনি। তখন আমার মনে হত আমার চেয়েও রুবেল আমাকে বেশি ভালবাসে। খুলনা থেকে ঢাকা আসার পথে ফোনে যখন কথা হয় তখন কত ঢং আর ভালোবাসা দিয়ে কথা বলছিল যেগুলো হয়তো রুবেল ভুলে গেছে। রুবেলকে সেই কথা গুলো মনে করাতেই আজকে এটা লিখলাম এবং ঐ দিনের রেকর্ড করা কথা গুলো দিলাম। কারন রুবেলকে এই কথাগুলো বলার জন্য ফেসবুক ছাড়া আর কোনো পথ নেই। এই ঢ়ড়ংঃ দেখে সবাই নানা রকম বাজে কথা বলবে আমি জানি। এই কল রেকর্ডটিতে অনেকগুলো নোংরা কথা আছে। এটি ফেসবুকে দেওয়ার জন্য দুঃখিত। দয়া করে ১৮ বছরের নিচে কেউ রেকর্ড করা কথাগুলো শুনবেন না। আর এটা দেখে আমাকে কেউ খারাপ ভাবলে আমার কিছু করার নেই। রুবেল তুমি একবার শুধু ভেবে দেখ কীভাবে তুমি অভিনয় করে আমার জীবন নিয়ে খেলেছ। আল্লাহ একদিন অবশ্যই তোমার বিচার করবে। আমি আর কিছুদিন মাত্র বাচঁবো। তবে তোমাকে আমি কোনোদিন মাফ করব না । যে অন্যায় আমার সাথে করেছ এর কোনো মাফ হয়না।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি