শ্রীলঙ্কার ইরাজ বীরারতেœর কম্পোজিশানে গাইবেন আসিফ

CSn GG শ্রীলঙ্কার বিখ্যাত সংগীত পরিচালক ইরাজ বীরারতেœর কম্পোজিশানে নতুন গান করতে যাচ্ছেন সংগীতশিল্পী আসিফ। আগামি ১৩ তারিখ শ্রীলঙ্কার কলম্বোতে রেকর্ডিং এ অংশ নিবেন তিনি। গানটি লিখেছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।
এর আগে মালদ্বীপে একটি কনসার্টে
অংশ নেয়ার কথা রয়েছে তার ।
জানা গেছে ১২ জুন মালদ্বীপের মাপান্নু স্টেডিয়ামে স্থানীয় বাঙ্গালীদের আয়োজনে কনসানের্ট গাইবেন আসিফ। কনসার্ট শেষ করেই পরদিন তিনি শ্রীলঙ্কা যাবেন বলে জানা গেছে। শুধু তাই নয়, গানটির মিউজিক ভিডিও চিত্রায়িত হবে সে দেশেই। এ লক্ষ্যে আজ দেশ ছাড়ছেন আসিফ।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি