অমিতাভের কারণেই আজ এই ফারহান
CEn || বলিউড
অভিনেতা ফারহান আখতারের পরিবারের সবাই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তাই
স্বাভাবিকভাবেই মনে আসতে পারে ফারহানের এই ইন্ডাস্ট্রিতে কাজের পেছনে
পরিবারের অবদান রয়েছে। কিন্তু ফারহান জানালেন অন্য কথা। বলিউডের সিনেমাজগতে
ফারহানের আসা হয়েছে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের কারণে। ফারহান ও
অমিতাভ ‘ওয়াজির’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন। রাজনীতিনির্ভর অ্যাকশন ড্রামা
ঘরানার সিনেমাটি নির্মাণ করছেন বিজয় নাম্বিয়ার। অমিতাভের সঙ্গে কাজ করা
ফারহানের কাছে নাকি স্বপ্নের মত। এদিকে ফারহান অভিনীত ‘দিল ধারকানে দো’
সিনেমাটি অনেক প্রশংসিত হচ্ছে। সিনেমাটি গত ৫ জুন মুক্তি পায়।
Comments
Post a Comment