সুপারসনিক পারমানবিক সরবরাহ যান পরীক্ষা চীনের

CEn || সুপারসনিক পারমানবিক সরবরাহ যানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। ১৮ মাসের মধ্যে রোববার চতুর্থবারের মতো হাইপারসনিক গতিতে চলা এই যানের সফল পরীক্ষা চালালো দেশটি। দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমা নিয়ে চলা উত্তেজনার মুহূর্তে চীন এ অত্যাধুনিক সমরাস্ত্রের পরীক্ষা চালালো। যুক্তরাষ্ট্র একে চীনের ‘চূড়ান্ত রণকৌশল’ বলে মন্তব্য করেছে। চীনের এই অত্যাধুনিক
অস্ত্রের নাম উ-১৪ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হংকং ভিত্তিক চীনা দৈনিক মর্নিং পোস্টে প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা আমাদের সীমান্ত অঞ্চলে স্বাভাবিক ঘটনা এবং এসব পরীক্ষা কোনো দেশ অথবা সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত হয় না।’
তবে সামরিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে ওয়াশিংটনের হস্তক্ষেপের জবাবে বেইজিং দ্রুত তার পারমানবিক সক্ষমতা পরীক্ষা চালাচ্ছে। এই নয়া অস্ত্রের মূল বৈশিষ্ট্য, এটি মার্কিন মিসাইলকে অনায়াসে পাশ কাটাতে পারবে । শব্দের থেকে ১০ গুণ বেশি বেগে যাবে এই অস্ত্র। এর বেগ ঘণ্টায় ৭,৬৮০ মাইল।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি