মেইকআপ ছাড়াই চোখকে করে তুলুন সুন্দর

CFs || চোখের নিচে কালি বা বলিরেখা সৌন্দর্যের বারোটা বাজানোর জন্য যথেষ্ট। আবার সুন্দর করে সাজতে সব সময় মেইকআপ ব্যবহারও চোখের ত্বকের জন্য ক্ষতিকর। ইন্ডিকা মেইকআপ স্টুডিও’র মেইকআপ আর্টিস্ট নির্মাল রান্ধাওয়া ত্বকের যতেœর বিশেষ কিছু উপায় সম্পর্কে জানান। পুরো ত্বকের যতেœর পাশাপাশি বরাবরই চোখের যতœ নেওয়া জরুরি।
চোখের উপরের পাতায় যেকোনো ফেইশল ক্রিম ব্যবহার করা উচিত। এতে চোখের পাতার নমনীয়তা বজায় থাকে। তবে ক্রিম দেওয়ার সময় লক্ষ রাখতে হবে যেন চোখের পাতার ভিতরে ঢুকে না যায়। পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে চোখে ঝাপটা দেওয়া উচিত। এতে ঠান্ডা থাকার পাশাপাশি চোখ পরিষ্কার হবে। তা ছাড়া দেখতেও সতেজ দেখাবে।
একটি ব্যবহৃত টি-ব্যাগ ঠান্ডা করে চোখের উপর দিয়ে রাখতে হবে। এতে চোখের চারপাশের ত্বক টানটান থাকবে। প্রতিদিন কমপক্ষে আট ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। এতে চোখ সতেজ থাকে এবং চোখের চারপাশের ত্বকও
ভালো থাকে দীর্ঘদিন। শুধু চোখ নয়, চেহারার তারুণ্য ধরে রাখতেও পর্যাপ্ত ঘুম দরকার।
প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে এবং খাবারের তালিকায় ফল ও সবজি রাখতে হবে। তাছাড়া আঙুলে সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে চোখের পাপড়িতে নিচ থেকে উপরের দিকে ব্রাশ করে নিলে দেখতে সুন্দর লাগবে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি