বুলগেরিয়ায় দেখা হচ্ছে অজয়-কাজলের

CSn || বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অজয় দেবগন ও কাজল আলাদাভাবে কাজ করলেও হঠাৎ করেই এক দেশে হাজির হচ্ছেন। মজার ব্যাপার হল, ভিন্ন ভিন্ন কাজে গেলেও তারা বোধহয় এবার একই হোটেলের এক রুমে গিয়েই উঠবেন।

অজয় দেবগন তার ‘শিভায়’ সিনেমার কাজে ৩ জুন বুলগেরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তার ১০ দিন থাকার
কথা। আর অন্যদিকে কাজলও ‘দিলওয়ালে’ সিনেমার শুটিংয়ের জন্য ৯ জুন বুলগেরিয়ায় যাচ্ছেন। কাজলের সঙ্গে তার ছেলেমেয়েও যাবে। কাজের ফাঁকে পারিবারিক ভ্রমণও তাদের হয়ে যাবে।

তাই অজয় ও কাজল সিদ্ধান্ত নিয়েছেন একই হোটেলে গিয়ে তারা উঠবেন। এবং অজয় তো বলেছেনই যদি এমনটি ঘটে, তা হলে বাচ্চারাই সবচেয়ে বেশি খুশি হবে।
 

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি