রাজসিক উপাধি বর্জন করলেন স্পেনের রাজকন্যা


CEn ||  নিজের বিরুদ্ধে করফাঁকি ও দুর্নীতির অভিযোগ ওঠায় পারিবারিক রাজসিক উপাধি নিজ নাম থেক বর্জন করতে চান স্পেনের রাজকন্যা ক্রিস্তিনা। শিগগিরই তাকে বিচারের আওতায় আনা হচ্ছে। নিজ আইনজীবীর মাধ্যমে এ উপাধি
বর্জনের ইচ্ছাটি তিনি স্পেনের আনুষ্ঠানিক রাজাকে জানিয়েছেন।

কিন্তু গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ আবেদন জানানোর পূর্বেই স্পেনের রাজা, ক্রিস্তিনার ভাই ষষ্ট ফিলিপ নিজেই বোনের নাম থেকে রাজসিক উপাধি ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। বহুল আলোচিত এ উপাধিটি ছিল ‘ডাচেস অব পলমা।’ নিজ নামের পূর্বে এখন থেকে সম্মানজনক পলমার ডাচেস উপাধি ব্যবহার করবেন না ক্রিস্তিনা।

স্পেনের ঐতিহ্যবাহী রাজপরিবারের বিরুদ্ধে এই প্রথমবার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। যে কারণে তীব্র গ্লানি বোধ করছে এ রাজপরিবার।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি