মেয়ে বাড়াতে সেলফি
CEn || উত্তর ভারতের হরিয়ানায় ছেলে ও মেয়ের আনুপাতিক হারের পার্থ্যকটা বেশিই বলা চলে । গত বছরের হিসেব অনুযায়ী রাজ্যে এক হাজার পুরুষের বিপরীতে নারী রয়েছে ৮শ ৭১জন। তাই নারী ও পুরুষের সংখ্যার এই পার্থক্য ঘুচাতে অভিভাবকদের উৎসাহ দেয়ার উদ্যোগ নিয়েছে রাজ্যের জিন্দ জেলার একটি গ্রাম। গ্রামের পঞ্চায়েত এ লক্ষ্যে অভিভাবকের সঙ্গে মেয়ের সেলফি প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘মেয়ের সঙ্গে সেলফি’ নামের এই প্রতিযোগিতার আয়োজক বিবিপুর গ্রাম পঞ্চায়েত। প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যের সব অভিভাবককে মেয়ের সঙ্গে সেলফি তুলে পাঠানোর আহ্বান জানানো হয়েছে। হোয়াটস অ্যাপের মাধ্যমে পাঠানো এ সেলফি যাচাই-বাছাই শেষে সেরা তিনকে বিজয়ী ঘোষণা করা হবে। আর বিজয়ীদের জন্য রয়েছে ট্রফি, সনদ ও নগদ টাকা। প্রতিযোগিতায় বিজয়ীদের নির্বাচন করবে সরপঞ্চ নামে স্থানীয় সরকার ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ৩০জন কর্মী। আগামি ১৯জুন তারা গ্রামটিতে যাচ্ছেন সেলফি বাছাইয়ের জন্য। সরপঞ্চ কর্মী সুনীল জগলান বলেন, গত তিন দিন পুরো রাজ্য থেকে মেয়ের সঙ্গে তোলা ১শটি সেলফি পেয়েছি। সাধারণত আমরা লোকজনের বাসায় মেয়ের সঙ্গে তোলা ছবি খুব একটা দেখতে পাই না। প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে ঘরে মেয়েদের গুরুত্ব বাড়িয়ে তোলা।’
Comments
Post a Comment