ফের পিছিয়ে গেল শহীদ-মীরার বিয়ে
CSn || এ বছরের সবচেয়ে আলোচিত বিয়ে বুঝি হতে চলেছে বলিউড অভিনেতা শহিদ
কাপুরের। জুন মাসে গাঁটছড়া বাঁধবেন বলে শোনা গেলেও এখন শোনা যাচ্ছে শহীদের
বিয়ের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে। আগামি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে শহিদ কাপুরের নতুন করে বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামি ১০ জুলাই। তারা গ্রিসে
ডেস্টিনেশন ওয়েডিং করবেন বলে শোনা গেলেও আদতে তা বোধহয় আর সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে এই জুটি ১০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। দিল্লিতে বিয়ের আয়োজন ও মুম্বাইতে রিসেপশন হবে বলেই শোনা যায়।
উল্লেখ্য, শহিদ কাপুর ও মীরা রাজপুতের এ বছরের জানুয়ারি মাসে পরিচয় হয়। এবং তারপর থেকেই তাদের বিয়ে নিয়ে বলিউডপাড়া সরগরম হয়ে আছে।
দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে শহিদ কাপুরের নতুন করে বিয়ের দিন ধার্য করা হয়েছে আগামি ১০ জুলাই। তারা গ্রিসে
ডেস্টিনেশন ওয়েডিং করবেন বলে শোনা গেলেও আদতে তা বোধহয় আর সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে এই জুটি ১০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। দিল্লিতে বিয়ের আয়োজন ও মুম্বাইতে রিসেপশন হবে বলেই শোনা যায়।
উল্লেখ্য, শহিদ কাপুর ও মীরা রাজপুতের এ বছরের জানুয়ারি মাসে পরিচয় হয়। এবং তারপর থেকেই তাদের বিয়ে নিয়ে বলিউডপাড়া সরগরম হয়ে আছে।
Comments
Post a Comment