সন্তানের কারণে বদভ্যাস ত্যাগ করেছেন যে তারকারা
CSn || তারকারা এমনিতেই ভক্তদের কাছে আদর্শ ব্যক্তিত্বের নমুনা। সে ক্ষেত্রে নিজের সন্তানদের কাছে তাদের ব্যক্তিত্বের আবেদন অনেক বেশি। মানুষ হিসেবে তাদের মধ্যেও নানা বদভ্যাস রয়েছে। হয়তো বহু চেষ্টার পরও কোনো বদভ্যাস ত্যাগ করতে পারেননি। অথবা ইচ্ছাই ছিলো না তার। কিন্তু সন্তানের কারণে অনেকেই একটি হলেও বাজে অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন। এখানে জেনে নিন তেমনই গল্প।
১. সনু নিগম দারুণ আবেগপ্রবণ এবং রগচটা মানুষ। কথা কথায় রেগে যাওয়া বা চিৎকার-চেঁচামেচি করা তার বদভ্যাস ছিল। কিন্তু রাগী বাবার পরিচয়টা পেতে চান না তিনি। তাই ওদের জন্যে এখন নিজেকে সব সময় সামলে নেন তিনি।
২. এমনিতেই বদভ্যাসমুক্ত জীবন যাপন করেন রনিত রয়। শুধু ধূমপানের অভ্যাস
রয়েছে। তবে সন্তানের সামনে কখনো এ কাজ করেন না তিনি। আর ছেড়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৩. নতুন বাড়িতে উঠেই সন্তানের কারণে নিজের ওপর নতুন নিয়ম আরোপ করলেন আরশাদ ওয়ারসি। সিগারেট খেতে হলে বাড়ির বাইরে গিয়ে খাবেন। এ নিয়মের কারণে ধূমপান অনেক কমে এসেছে তার। আশা করছেন খুব দ্রুত ছেড়েও দেবেন।
৪. তিস্কা চোপড়ার অদ্ভুত একটি বদভ্যাস রয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দিতে অজুহাত তৈরি করার প্রবণতা নিয়ে নিজেই অশান্তিতে থাকেন। তার ওপর সন্তানদের মাথায় যদি বিষয়টি ঢুকে যায় যে তাদের মা অজুহাত দেখান বা মিথ্যা বলেন, তা হলে এ লজ্জা কোথায় রাখবেন তিনি। তাই মেয়ের কাছে আদর্শ মায়ের দৃষ্টান্ত স্থাপন করতে আর কখনোই অজুহাত তৈরি করেন না তিনি।
৫. মেয়ের জন্যে সিগারেট ছেড়েছেন রাম কাপুর। অথচ তিনি চেইন স্মোকার ছিলেন। দিনে দুই প্যাকেট সিগারেট লাগতো তার।
৬. ইশা কপিকারকে বেশ ব্যস্ত থাকতে হয় ফোন কল ধরার কাজে। এমনকি সন্তানের সঙ্গে ডিনারের সময়টাতেও শান্তি নেই তার। তাই ঠিক করেছেন, রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত কোনো ফোন কল ধরবেন না তিনি।
৭. কারো ওপর রাগ হলেও অভিশাপ দেন রণভীর শোরে। কিন্তু বদভ্যাসটি বন্ধ করেছেন ছেলেটার কারণে।
Comments
Post a Comment