রাজকন্যার প্রথম ছবি প্রকাশ
CDn || ব্রিটিশ রাজপরিবারের কনিষ্ঠ সদস্য এবং প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের কন্যা শার্লটির ছবি প্রথমবারের মতো গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। শনিবার প্রকাশিত চারটি ছবিতে বড় ভাই জর্জের সঙ্গে শার্লটি এলিজাবেথ ডায়ানাকে দেখা গেছে। গত ২ মে কন্যা সন্তানের জন্ম দেন মিডলটন। এর কয়েক সপ্তাহ পরে রাজকন্যার ছবি গণমাধ্যমে প্রকাশ করা হলো। ছবিগুলি তুলেছেন কেট মিডলটন নিজেই। কেনসিংটন প্রাসাদে তোলা চারটি ছবিতেই চার বছরের জর্জকে তার ছোট বোনকে জড়িয়ে ধরে বসে থাকতে দেখা গেছে। একটিতে বোনের কপালে চুমু খেতে দেখা গেছে জর্জকে। এর আগে এক টুইটার বার্তায় কেনসিংটন প্রাসাদ থেকে ছবিগুলিকে ‘খুবই বিশেষ’ বলে মন্তব্য করা হয়েছিল।
Comments
Post a Comment