নিজের নামের সঙ্গে স্ত্রীর নামের শেষাংশ জুড়বেন জো সালডানার স্বামী

CSn || যুগ যুগ ধরে চলে আসা নিয়মের পরিবর্তন হতে চলেছে। এবারে হলিউড অভিনেত্রী জো সালডানার স্বামী মারকো পেরেগো স্ত্রীর নামের শেষাংশ নিজের নামের সঙ্গে জোড়া লাগানোর সিদ্ধান্ত নিয়ে দুনিয়াজুড়ে আলোচনায় আসেন।
যেখানে বিয়ের পরে স্ত্রীর নাম পরিবর্তন করা একরকম নিয়মই হয়ে আছে, সেখানে পরিবর্তনের ডাক দিলেন যেন ইটালিয়ান শিল্পী মারকো। এ নিয়ে তার সঙ্গে জো সালডানা কথা বলতে
গিয়েও লাভ হয়নি, মারকো তার সিদ্ধান্তে অনড়। জো সালডানা তাকে বোঝাতে চেয়েছেন, নাম পরিবর্তনের বিষয়টি মারকোর সমাজ, ল্যাটিন সমাজ এমনকি গোটা বিশ্ব ভালো চোখে দেখবে না, কিন্তু তাতে মারকোর কিছুই যায় আসে না বলে জানিয়েছেন তিনি।
২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া জো সালডানা এবং মারকোর পাঁচ মাস বয়সী জমজ সন্তান রয়েছে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি