মিয়ানমারে রাখাইন রাজ্যের ৪ লাখ ১৬ হাজার মানুষের ত্রাণ প্রয়োজন


CEn || তিন বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হওয়ার পর থেকে ৪ লাখ ১৬ হাজার মানুষের নিয়মিত মানবিক ত্রাণ দরকার হয়ে পড়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ‘কো-অর্ডিনেশন অব হিম্যানেটেরিয়ান অ্যাফেয়ার্স’ (ওসিএইচএ) দপ্তর। এক নিয়মিত সংবাদ ব্রিফ্রিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানান, এসব মানুষের মধ্যে
১ লাখ ৪০ হাজার মানুষ বিভিন্ন শিবিরের অমানবিক পরিবেশে আর নাগরিকত্বহীন আরো অনেকে বিভিন্ন বিচ্ছিন্ন গ্রামে বাসবাস করছেন।

“রাখাইন রাজ্যের ভঙ্গুর সমাজগুলোতে উদ্বাস্তু লোকজনের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও জীবনমান একটি উদ্বেগের বিষয় হয়েই থাকছে,” বলেছেন তিনি। “রাখাইন রাজ্যে হাজার হাজার মানুষের চলাচলের স্বাধীনতা নিয়ন্ত্রিত হওয়ায় খাদ্যের, স্বাস্থ্য পরিচর্যার, শিক্ষা, জীবনমানসহ অন্যান্য মৌলিক চাহিদার বিষয়ে মারাত্মক সমঝোতা করে চলতে হচ্ছে। তাদের মানবিক ত্রাণ সাহায্য নির্ভর করে তুলেছে,” বলেন তিন।

রাখাইন রাজ্যে ৪০ হাজারেরও বেশি উদ্বাস্তু মানুষ উপকূল থেকে মাত্র ৫০০ মিটার দূরের শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছে। বর্ষাকাল শুরু হওয়ায় উপকূল এলাকার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এদের বসবাস করতে হচ্ছে।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি