মীরার নামে গ্রেফতারি পরোয়ানা
CSn || ‘বিতর্কিত’ পাকিস্তানি অভিনেত্রী মীরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের। মীরার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন মীরার স্বঘোষিত স্বামী আতিকুর রহমান। তার দাবি, মীরা তাকে বিয়ে করবেন বলে আইনি প্রতিশ্রুতি দিয়েও ২০১৩ সালে বিয়ে করেন ক্যাপ্টেন নাভিদ পারভেজকে আবার নাভিদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রেখেও আবার অন্য একজনকে বিয়ের আইনি প্রতিশ্রুতি দেন।এ খবর দিয়েছে ডেইলিটাইমস ডটকম ডট পিকে।
‘নজর’, ‘কাসক’-এর মতো কয়েকটি বলিউডের ছবিতে অভিনয় করেছেন মীরা। লাহোর ক্যান্টনমেন্টের দায়রা
বিচারক মীরাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য বহুবার নির্দেশ দিলেও মীরা আসেননি।শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন আদালতে পেশ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। মীরা অবশ্য কোনও নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন। মীরার প্রশ্ন, আমি বা আমার আইনজীবী, কেউই নোটিশের ব্যাপারে কিছু জানি না। অভিযোগকারী আতিকুরকে তিনি চেনেন না বলে দাবি করে মীরা বলেন, লোকটি প্রতারক। আমায় গত ৫ বছর ধরে ব্ল্যাকমেল করে চলেছে। হয়তো প্রচার পাওয়ার জন্য আবার আমার নামে নতুন অভিযোগ দায়ের করেছে।
‘নজর’, ‘কাসক’-এর মতো কয়েকটি বলিউডের ছবিতে অভিনয় করেছেন মীরা। লাহোর ক্যান্টনমেন্টের দায়রা
বিচারক মীরাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য বহুবার নির্দেশ দিলেও মীরা আসেননি।শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন আদালতে পেশ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। মীরা অবশ্য কোনও নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন। মীরার প্রশ্ন, আমি বা আমার আইনজীবী, কেউই নোটিশের ব্যাপারে কিছু জানি না। অভিযোগকারী আতিকুরকে তিনি চেনেন না বলে দাবি করে মীরা বলেন, লোকটি প্রতারক। আমায় গত ৫ বছর ধরে ব্ল্যাকমেল করে চলেছে। হয়তো প্রচার পাওয়ার জন্য আবার আমার নামে নতুন অভিযোগ দায়ের করেছে।
Comments
Post a Comment