প্রোমোশনে শ্রদ্ধা কাপুর

CSn || বলিউডের অন্য তারকারা যা-ই বলুন না কেন, ফিল্ম-প্রোমোশনে কোনো বিরক্তি নেই তার। তিনি শ্রদ্ধা কাপুর। পেশা অভিনয় হলে প্রোমোশনের কাজ নিয়ে বেশ ঝামেলায় পড়েন অধিকাংশ স্ক্রিন ব্যক্তিত্ব। কিন্তু শ্রদ্ধা কাপুর প্রোমোশনের কাজ বেশ পছন্দই করেন। তার আগামি ছবি ‘এবিসিডি ২’-এর প্রোমোশনে জানালেন,
“এই কাজটা কখনও কখনও ক্লান্তিকর হলেও, এর মাধ্যমেই ভক্তদের এবং মিডিয়ার চটজলদি প্রতিক্রিয়া টের পাওয়া যায়।” মানুষের সঙ্গে এভাবে যোগাযোগ করতে তার ভালো লাগে। রেমো ডি’সুজা পরিচালিত ‘এবিসিডি ২’-তে বরুণ ধবনের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা। ২০১৩-এর ছবি ‘এবিসিডি’ ছিল কয়েক জন নাচিয়ের কাহিনি। তার সিক্যুয়েলেও সেই স্পিরিটটা থাকছে পুরোমাত্রায়। ১৯ জুন এই ছবিটি মুক্তি পাচ্ছে।- ওয়েবসাইট।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি