দীপিকার বাবার জন্মদিন আয়োজনে কুয়ালালামপুর থেকে আসলেন রণবীর

CSn || সাবেক ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন বাবার ৬০ তম জন্মবার্ষিকীকে আরো স্মরণীয় রাখতে দীপিকা পাডুকোন এক পার্টির আয়োজন করেন। আর তাকে সহযোগিতা করতে সুদূর কুয়ালামলাপুর থেকে চলে আসেন রণবীর সিং।

দীপিকার বাবা প্রকাশ পাডুকোনের ৬০ বছরে পা দেওয়া উপলক্ষে পার্টি ছিল গত ৫ জুন। দীপিকা তার বোন আনিশাকে নিয়ে ব্যাঙ্গালোরের এক বিলাসবহুল হোটেলে এই পার্টির
আয়োজন করেছিলেন। দীপিকা ও রণবীর খুব ভালো ভাবেই অতিথিদের আপ্যায়ন করেছেন। অতিথিদের মধ্য থেকে সঙ্গীতশিল্পী প্রকাশ শুক্রেও ক্যামেরাবন্দি হন।

পার্টির উদযাপন শেষ করে রণবীর সিং আবারও কুয়ালালামপুরে ফিরে যান। সেখানে রণবীর ও অর্জুন কাপুর দুজনে মিলে আইফা অ্যাওয়ার্ড সঞ্চালনা করছেন। প্রেমিকাকে খুশি করতে রণবীরের এমন উদ্যোগ সত্যি মনে রাখার মত।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি