সংগঠিত অপরাধের হোতা ইন্টারনেট!

দিন যাচ্ছে, ইউরোপের দেশগুলোতে পড়ছে ইন্টারনেটের বাজে প্রভাব। ইউরোপল (দ্য ইউরোপিয়ান পুলিশ অফিস) দাবি করছে, সংগঠিত অপরাধ চক্রগুলো আরও মাথাচাড়া দিচ্ছে ইন্টারনেট ব্যবহার করে।সাইবার অপরাধের পাশাপাশি মাদক, মানব ও অর্থ পাচারের মতো কাজে ইন্টারনেট বেশ সহায়ক হচ্ছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
গতকাল বুধবার ইউরোপলের পরিচালক রব ওয়েনরাইট জানিয়েছেন, গত দুই বছরে সাধারণ অপরাধের তুলনায় ইন্টারনেট-সংশ্লিষ্ট অপরাধ বেড়েছে উল্লেখযোগ্য হারে। সংগঠিত অপরাধ হুমকি নিরূপণ-বিষয়ক দ্বিবার্ষিক এক সম্মেলনে রব বলেন, সংগঠিত অপরাধীদের কাছে সবচেয়ে ভালো রাস্তা এই ইন্টারনেট। সম্মেলনে ৩৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পেমেন্ট কার্ড জালিয়াতি, শিশু নির্যাতন-বিষয়ক উপাদান বিতরণ এবং অডিও ভিজ্যুয়াল পাইরেসিতে ইন্টারনেট ব্যবহার করছে অপরাধীরা। এ ছাড়া প্রতিবেদনটি থেকে জানা গেছে, অবৈধ অভিবাসন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নকলসহ বিভিন্ন অপরাধের জন্য ইন্টারনেট ব্যবহার করছে অপরাধী চক্র। আর নিজেদের মধ্যে গোপন যোগাযোগের ভালো মাধ্যম তো বটেই।
গত ২৪ মাসে ঘটে যাওয়া অপরাধ বিশ্লেষণ করে এই প্রতিবেদনটি তৈরি করেছে ইউরোপল। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তা পৌঁছানো হবে বলেও জানা গেছে। যাতে করে এই প্রতিবেদন থেকে শিক্ষা নিয়ে দুই বছরের মধ্যে অপরাধ কমিয়ে আনতে পারে দেশগুলো।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি